Crime

ধর্ষণের চেষ্টা মেয়েকে, ধাক্কায় মায়ের মৃত্যু

তরুণী এ দিন কথা বলার অবস্থায় ছিলেন না। দোষীদের কড়া শাস্তি দাবি করেছেন তরুণীর বাবা।

Advertisement

নুরুল আবসার ও সুব্রত জানা

শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৩:০৬
Share:

কুশ বেরা

সুপুরি গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল দুই যুবক। মেয়ের চিৎকারে মা সিঁড়ি দিয়ে উঠছিলেন। ধাক্কা মেরে তাঁকে ফেলে দিয়ে ফের গাছ বেয়ে চম্পট দেয় অভিযুক্তরা। হাসপাতালে মারা যান জখম মহিলা। ওঠে খুনের অভিযোগ। অভিযুক্তদের এক জন বাগনান-২ পঞ্চায়েতের তৃণমূল সদস্য রমা বেরার স্বামী কুশ বেরা। তিনি তৃণমূল কর্মীও। অন্য অভিযুক্ত বাচ্চু মণ্ডল তরুণীর পড়শি।

Advertisement

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাগনানের গোপালপুর গ্রামে। বুধবার উলুবেড়িয়া হাসপাতালে মারা যান ওই মহিলা। এর পরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আমতা মোড়ে মুম্বই রোড অবরোধ করে বিজেপি। বেলা আড়াইটে থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। কিছুক্ষণের মধ্যেই বাগনানের বাইনান গ্রামের একটি বাড়ি থেকে মোবাইলের সূত্র ধরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বিজেপি সাংসদ সৌমিত্র খান এবং লকেট চট্টোপাধ্যায় এ দিন তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন।

তরুণী এ দিন কথা বলার অবস্থায় ছিলেন না। দোষীদের কড়া শাস্তি দাবি করেছেন তরুণীর বাবা। জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি পুলক রায় বলেন, ‘‘দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রং হয় না। পুলিশকে বলা হয়েছে, যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।’’ মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক ছিল। তরুণীর মা ছাদে উঠে দেখে ফেলায় তাঁকে ঠেলে ফেলে খুন করা হয়।’’ অভিযুক্তদের কড়া শাস্তি চেয়েছেন অরূপবাবু।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই তরুণী। তাঁর মা সামনে আসতেই ধাক্কা দেওয়া হয়। টাল সামলাতে না পেরে মহিলা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান। তাঁকে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: দলবাজি, বঞ্চনা চলবে না: সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী

পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই তরুণী অবশ্য শুধু কুশের নামই জানিয়েছেন। কুশ একটি রান্নার গ্যাস সংস্থায় ‘ডেলিভারি ম্যান’-এর কাজ করে। তাঁর সন্দেহ, সেই দ্বিতীয় জনকে সঙ্গে আনে। কুশের বিরুদ্ধে এলাকায় মাতব্বরির অভিযোগ এনেছেন অনেকে। কুশের স্ত্রী রমার দাবি, ‘‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’’

আরও পড়ুন: করোনায় মৃত্যু তমোনাশের, রাজ্যকে খোঁচা দিলীপের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement