বৃহস্পতিবার স্থানীয় স্তরে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও সংগঠকদের বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।
দলীয় বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপিতে সক্রিয় হওয়ার পর রাজারহাট-নিউটাউনে সংগঠন সামলাতে নেমে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার স্থানীয় স্তরে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও সংগঠকদের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি। বৈঠকে দলত্যাগী বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকে ছিলেন বলে দাবি করেছে তৃণমূল।
লেকটাউনে এক বিজেপি সমর্থকের সঙ্গে দেখা করতে গিয়ে সম্প্রতি হেনস্থার মুখে পড়েন সব্যসাচী। তারপর সব্যসাচীর বিধানসভা কেন্দ্রে পুরমন্ত্রীর ওই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বৈঠকে পুরমন্ত্রী দলকে আরও শক্তিশালী করার আবেদন জানান। বিজেপির সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ উল্লেখ করে ফিরহাদ জানিয়ে দেন, দল ২৪ ঘণ্টা নজর রাখছে। কেউ যদি যোগাযোগ রাখেন, তবে তিনি দল ছেড়ে দিতে পারেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, ‘‘দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে পুরমন্ত্রী কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।’’