Mayawati

আর কোনও উপনির্বাচনেই লড়বে না বিএসপি! ঘোষণা মায়াবতীর, জানিয়ে দিলেন কারণও

উত্তরপ্রদেশের উপনির্বাচনে ৯টির সবক’টি আসনে প্রার্থী দিয়েছিল বিএসপি। কিন্তু কোনও আসনেই জেতেনি মায়াবতীর দল। এমনকি কোনও কোনও আসনে এক হাজারের মতো ভোট পেয়েছেন বিএসপি প্রার্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৪০
Share:

বিএসপি প্রধান মায়াবতী। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের উপনির্বাচন এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তাঁর দলের শোচনীয় হার হয়েছে। আর ভোটের ফল দেখার পরই ক্ষোভ উগরে দিয়েছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। এর পর রবিবার তিনি ঘোষণা করলেন, আর কোনও উপনির্বাচনেই অংশ নেবে না তাঁর দল। পাশাপাশি, ইভিএম নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন বিএসপি নেত্রী।

Advertisement

মায়াবতীর অভিযোগ, ইভিএমে ভোটের কারচুপি হয়েছে। আর তার শিকার হয়েছে তাঁর দল। সে কারণেই দলের ফল ভাল হয়নি। ভোটের কারচুপি আটকাতে নির্বাচন কমিশন কোনও উদ্যোগ নেয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন বিএসপি নেত্রী। এর পরই তাঁর ঘোষণা, যত দিন নির্বাচন কমিশন ভোটে কারচুপি নিয়ে কোনও পদক্ষেপ করবে, তত দিন তাঁর দল কোনও উপনির্বাচনে অংশ নেবে না।

উত্তরপ্রদেশের উপনির্বাচনে ৯টির সবক’টি আসনে প্রার্থী দিয়েছিল বিএসপি। কিন্তু কোনও আসনেই জেতেনি মায়াবতীর দলের প্রার্থী। এমনকি কোনও কোনও আসনে এক হাজারের মতো ভোট পেয়েছেন বিএসপি প্রার্থীরা। ৯টি আসনে তাঁর দলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩২ হাজার ৯২৯। এ বছরের লোকসভা নির্বাচনেও একই পরিস্থিতি হয়েছিল বিএসপির। কোনও আসনেই জেতেনি মায়াবতীর দল।

Advertisement

উত্তরপ্রদেশের উপনির্বাচনে পদ্মের জয়জয়কার। ৯টি আসনেরর মধ্যে ছয় আসনে জয়ী বিজেপি। একটি আসনে জিতেছে বিজেপির সহযোগী দল আরএলডি। বাকি দুই আসনে দয় পেয়েছে সমাজবাদী পার্টি। বিজেপি জিতেছে গাজ়িয়াবাদ, ফুলপুর, খৈর, কুন্দরকি, কটেহরি এবং মঝম্বা আসন। আরএলডি জিতেছে মীরাপুরে এবং সমাজবাদী পার্টি জিতেছে করহল, সীসামউ আসনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement