বাজেট কি বয়কট করবে তৃণমূল

পাঁচ রাজ্যের ভোটের মুখে বাজেট পেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে— এই অভিযোগে মামলা হয়েছে আগেই। সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হবে তার। এ বার নতুন বিতর্কে বাজেটের দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৫৯
Share:

পাঁচ রাজ্যের ভোটের মুখে বাজেট পেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে— এই অভিযোগে মামলা হয়েছে আগেই। সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হবে তার। এ বার নতুন বিতর্কে বাজেটের দিন। দিন এগিয়ে এনে ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবে কেন্দ্র। ঘটনাচক্রে সে দিনই সরস্বতী পুজো। এ নিয়ে রাজ্যের অনেকেই কমবেশি বিরক্ত। বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে বলেন, ‘‘নিজের বন্দনা নয়, সরস্বতী বন্দনা করুন।’’ সেই সঙ্গে ফেসবুকেও মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘সে দিন সরস্বতী পুজো। রাজ্য সরকারি ছুটির দিন। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাড়িতে বড় করে সরস্বতী পুজো করব।’’ মমতার এই বার্তা দেখেই তৃণমূল সাংসদরা অনেকে মনে করছেন, কেন্দ্রের সাধারণ বাজেট বয়কট করার পরামর্শ দিচ্ছেন নেত্রী। এমনিতেই মুকুল রায়-সহ বেশ কয়েক জন জানিয়ে দিয়েছেন, ও দিন

Advertisement

সংসদে যাবেনই না। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি বলেন, ‘‘বাজেটের এখনও দেরি আছে। এ ব্যাপারে ঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement