Partha Chatterjee

দলত্যাগীরা ‘হাওয়া মোরগ’ ধ্বংসের রাজনীতি করছে বিজেপি: পার্থ

পার্থ আরও বলেন, ‘‘হাওয়াটা ঠিকমতো বুঝতে না পারলে মোরগটারও মৃত্যু হয়। সেই মোরগদের মৃত্যু হবে, যাঁরা হাওয়া না বুঝেই অনেক কথা বলছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৮:১৫
Share:

সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়।

প্রায় প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন ছোট, বড়, মাঝারি নেতারা। লম্বা হচ্ছে বেসুরোর তালিকা। এই দলকে 'হাওয়া মোরগ' বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। হাওয়া না বুঝে অন্য দলে যাওয়ায় এই সব মোরগদের মৃত্যু হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন পার্থ। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে ধ্বংসাত্মক রাজনীতির অভিযোগ তুলেও আক্রমণ করেছেন।

Advertisement

শুরু হয়েছিল মিহির গোস্বামীকে দিয়ে। তার পর ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সুনীল মণ্ডল এবং ৬ বিধায়ক। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রায় প্রতি দিন জেলায় জেলায় বিজেপি যোগদান মেলা করছেন। সেখানে যোগ দিচ্ছেন কাউন্সিলর, ব্লক সভাপতির মতো ছোট মাপের নেতারাও। আবার অনেকেই দলের বিরুদ্ধে মুখ খুলছেন।

এমন পরিস্থিতিতেই এই নেতাদের ‘হাওয়া মোরগ’ আখ্যা দিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, ‘‘অনেক হাওয়া মোরগের দল আছে। কিন্তু হাওয়াটা ঠিকমতো বুঝতে না পারলে মোরগটারও মৃত্যু হয়। সেই মোরগদের মৃত্যু হবে, যাঁরা হাওয়া না বুঝেই অনেক কথা বলছেন।’’ এই নেতাদের কোনও অ্যাজেন্ডা নেই বলেও আক্রমণ করেন পার্থ, ‘‘আজ যাঁরা আমাদের বিরুদ্ধাচরণ করছেন, দল পাল্টেছেন, তাঁরা কেউ প্রধান, কেউ আবার প্রধানের লেজ ধরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। তাঁদের সকলের দিকে তাকিয়ে দেখুন, কোনও অ্যাজেন্ডা নেই।’’

Advertisement

আরও পড়ুন: পায়ে শিকল বেঁধে ছেলেকে নিয়ে সরকারের দুয়ারে নাচার বাবা-মা

বিজেপি এ রাজ্যে ধ্বংসাত্মক রাজনীতি করছে বলে অভিযোগ তুলে পার্থর বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ সাল থেকে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সর্বস্তরে উন্নয়ন হয়েছে। কিন্তু কিছু দিন দেখছি একটা প্রবণতা, এই উন্নয়নকে বাধা দাও। সর্বত্র ধ্বংসের রাজনীতি। এক দল লোক প্লেনে করে এসে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। এঁরা কেউ উন্নয়নের কথা বলছেন না। শুধু চরিত্র হননের চেষ্টা করছেন।’’

আরও পড়ুন: ফিল্মোৎসবের মঞ্চেও মমতা বললেন, স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে নিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement