Madan Mitra on Mukul Roy

দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে! মদনের মুখে নতুন তত্ত্ব, মুকুল প্রসঙ্গে কেন এত রেগে তৃণমূলের মিত্র?

মদন মিত্র বরাবরই স্পষ্টবক্তা হিসাবে পরিচিত। মুকুল রায় প্রসঙ্গেও স্পষ্ট ভাষায় দলের সমালোচনা করলেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন দল সাজা দিলেও তিনি তৈরি আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৯:২২
Share:

মুকুল রায় প্রসঙ্গে কী বললেন মদন মিত্র? গ্রাফিক: সনৎ সিংহ।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে রয়েছেন মদন মিত্র। অনেক বিতর্কে জড়িয়েছেন কিন্তু কখনও দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়নি। সেই তিনিই মুকুল রায়ের দিল্লিযাত্রা প্রসঙ্গে তৃণমূলের পক্ষে অস্বস্তিকর মন্তব্য করলেন। বললেন, ‘‘কেউ আসছে, যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে।’’ এখানেই না থেমে মদনের সংযোজন, ‘‘এ বার তো সবাই মুকুলের পথে হাঁটবে।’’

Advertisement

গত সোমবার মুকুল দিল্লি যাওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। মুকুল নিজেও জানিয়েছেন বিজেপিতে ফিরে যাওয়ার জন্যই তিনি দিল্লি গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে তিনি দেখা করতে চান। এই পরিস্থিতিতে দলের অবস্থান স্পষ্ট করে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘মুকুল রায় কোথায় যাবেন, কোথায় যাবেন না, সেটা তাঁর ব্যাপার। মুকুল রায় বিজেপির বিধায়ক। তাঁর ছেলে যে পুলিশের কাছে এফআইআর-এ যে অভিযোগ করছেন তার ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে।’’

মমতার এমন মন্তব্যের দিনেই খাতায়কলমে বিজেপি বিধায়ক মুকুলকে দলে ফেরানোর প্রসঙ্গ তুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তিনি বলেন, ‘‘মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল, দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে।’’ এমন মন্তব্যের জন্য দল যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় তার জন্য তিনি তৈরি জানিয়ে মদন আরও বলেন, ‘‘এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।’’

Advertisement

শুভেন্দুর পরিকল্পনা বলে উল্লেখ করলেও মদন আদতে মুকুল-সংক্রান্ত ঘটনাক্রমের জন্য দলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। মুকুলকে কেনই বা দলে ফিরিয়ে আনা হল, কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে মুকুলের দিল্লিযাত্রা নিয়ে তদন্তের দাবিও তুলেছেন মুকুল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই তদন্তের দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওরা বার করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নন, প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement