Kunal Ghosh

নিয়ন্ত্রক ও ‘চড়াম’, কুণালের হুঁশিয়ারি

কুণালের মন্তব্যে চর্চা শুরু হয়েছে, তা হলে কি ভোটের পরে ‘নিয়ন্ত্রক’ হওয়ার সুযোগ পেলে বিজেপি বা অন্য কোনও শক্তির সরকারকেও সমর্থন করতে পারে তৃণমূল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৮
Share:

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

যে-ই সরকারই গঠন করুক, কেন্দ্রীয় সরকারকে নিয়ন্ত্রণ করবে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের এমন মন্তব্যে চর্চা শুরু হল রবিবার। পাশাপাশি, ওই মঞ্চ থেকেই বিরোধীদের উদ্দেশে কার্যত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আদলে কিছু শব্দবন্ধ ব্যবহার করেছেন কুণাল। তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলা তৃণমূলের রেড রোডের ধর্নামঞ্চে কুণাল বলেন, “তৃণমূল সর্বাধিক আসন পেয়ে লোকসভায় যাবে। আমাদের স্লোগান ‘ইস বার চল্লিশ পার’। সরকার যে-ই গঠন করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ই তার মূল নিয়ন্ত্রক শক্তি হবে। আমাদের কথায় কেন্দ্রের সরকার উঠবে, আমাদের কথায় বসবে।” লোকসভা নির্বাচনে রাজ্যে একা লড়ার ঘোষণা করলেও ‘ইন্ডিয়া’ জোটে আছে তৃণমূল। কুণালের মন্তব্যে চর্চা শুরু হয়েছে, তা হলে কি ভোটের পরে ‘নিয়ন্ত্রক’ হওয়ার সুযোগ পেলে বিজেপি বা অন্য কোনও শক্তির সরকারকেও সমর্থন করতে পারে তৃণমূল!

ওই ধর্নামঞ্চ থেকেই কুণালকে কার্যত ‘অনুব্রতের মেজাজে’ বলতে শোনা যায়, “বিজেপির পুরনো কর্মীদের বলছি, দয়া করে কুকুর-বিড়ালগুলোকে দলে নেবেন না! পাগলা কুকুর কোলে নিলে, সে আপনাকেও ছাড়বে না। কামড়ে দেবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলেই পিটিয়ে মেরে দিন!” বিজেপি সিবিআই, ইডিকে ব্যবহার করে তৃণমূলের নেতা-নেত্রীদের নামে কুৎসা করছে অভিযোগ তুলে কুণাল এ-ও বলেন, “নির্বাচনের দিন ওদের চড়াম চড়াম ঢাকের আওয়াজ শুনতে হবে। গুড়-বাতাসা খেতে হবে। নকুলদানা খাওয়াতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement