TMC

Kunal Ghosh: বিজেপি-র অন্দরে নারী ও অর্থের খেলা চলে বলে যে অভিযোগ, তার জবাব দিন, শুভেন্দুকে কুণাল

কুণালের কটাক্ষ, ‘‘শুভেন্দু বলছেন, মমতার পথ ভুল। তা হলে ২০০৫ সাল থেকে কেন মমতার পাশে দাঁড়িয়ে ছবি তোলানোর জন্য এত পীড়াপীড়ি করতেন?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:২৩
Share:

শুভেন্দু অধিকারিকে আক্রমণ কুণাল ঘোষের ফাইল চিত্র

কলকাতায় পুরভোটের ঠিক আগে দলবেঁধে হুগলির সিঙ্গুরে কৃষক আন্দোলন করছে বিজেপি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার তা নিয়ে পাল্টা মুখ খুলল তৃণমূল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, ‘‘মমতার কৃষক-নীতি যদি ভ্রান্ত হয়, তা হলে তার উপর ভর করে শুভেন্দু নিজের এবং তাঁর বাবার রাজনৈতিক কেরিয়ার তৈরি করলেন কেন? এত দিন পর বিবেক জাগল?’’
কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা শিল্পের বিরোধী নন, জোর করে কৃষিজমি কেড়ে নেওয়ার বিরোধী।’’ তাঁর কটাক্ষ, ‘‘শুভেন্দু অধিকারী আজ বলছেন, মমতার পথ ভুল। তা হলে ২০০৫ সাল থেকে কেন মমতার পাশে দাঁড়িয়ে ছবি তোলানোর জন্য এত পীড়াপীড়ি করতেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলনে ভর করে শুভেন্দু ও শিশির অধিকারী নিজেদের রাজনৈতিক ভিত্তি পোক্ত করেছেন, আজ তাঁরাই বলছেন মমতার পথ ভুল!’’ তাঁর প্রশ্ন, ‘‘যদি এত দিন আগে থেকেই ভুল ধরে ফেলেন, তাহলে মমতার দয়ায় তৃণমূল কর্মীদের আবেগকে ব্যবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছিলেন কেন?’’

Advertisement

শুভেন্দুকে আক্রমণ করে কুণাল তাঁকে ‘পেগাসাস অধিকারী’ বলেও কটাক্ষ করেন। তাঁর দাবি, তথাগত রায়, রূপা গঙ্গোপাধ্যায়রা বিজেপি-র অন্দরে নারী ও অর্থের খেলা চলে বলে যে অভিযোগ করেছেন, তার জবাব দিতে হবে সুকান্ত, দিলীপ, শুভেন্দু অধিকারীদের। কুণালের কটাক্ষ, ‘‘যে প্রধানমন্ত্রীকে কৃষকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়, সেই দলের মুখে কৃষকের কথা মানায় না। কৃষকদের অধিকার কী ভাবে সুনিশ্চিত করতে হয় তা মমতা দেখিয়ে দিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement