Abhishek Banerjee

Abhishek Banerjee: যে বুথে হেরেছি সেখানে আগে পানীয় জল দেব, ডায়মন্ড হারবারকে কথা দিলেন অভিষেক

বুধবার বজবজে আর্সেনিক-মুক্ত পানীয় জল প্রকল্প ‘বর্ধিতকরণ’-এর উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ২০:৩৬
Share:

বুধবার বজবজের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবারের প্রতিটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে যাবে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই। শুধু তাই নয়, দেশের মধ্যে মডেল হয়ে উঠবে ডায়মন্ড হারবার। বুধবার নিজের লোকসভা এলাকায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বলেন, ‘‘যে বুথে আমি হেরেছি সেই বুথে আগে জলের লাইন দেব। আর যে বুথে জিতেছি, সেই বুথে তো জলের লাইন দেবই। যারা আমাদের ভোট দিয়েছেন তাঁদের যেমন পরিষেবা দেব, তেমনই যাঁরা ভোট দেননি, তাঁদেরও পরিষেবা দেব। এই উদাহরণ আমাদের গড়ে তুলতে হবে।’’

Advertisement

বুধবার বজবজে আর্সেনিক-মুক্ত পানীয় জল প্রকল্প ‘বর্ধিতকরণ’-এর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই অভিষেক বলেন, ‘‘২০২৪-এর মার্চ মাসের মধ্যেই ডায়মন্ড হারবারের প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত জল পৌঁছে যাবে। ৮৬৪ কোটি টাকা খরচ করে ৭৮৬ কিলোমিটার পাইপলাইন দিয়ে এই প্রকল্পের পরিশ্রুত জলের লাইন ডায়মন্ড হারবারের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে।’’ সেই প্রসঙ্গেই পুরকর্মীদের জানান, যাঁরা আমাদের ভোট দেননি, বিরোধীদের বাড়িতে আগে জলের লাইন দিন।

গত ২১ জুলাই রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগে সরব হয়েছিলেন অভিষেক। বুধবারও সেই সুরে তিনি বলেন, ‘‘বাংলায় ভোটে হেরেছে বিজেপি। তারই বদলা নিতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। কিন্তু ওদেরও জেনে রাখা উচিত, এ ভাবে বাংলার মানুষের পেটে লাথি মারা যাবে না।” কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি পানীয় জলের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন অভিষেক। তিনি বলেন, ‘‘কেউ যদি সেই কাজ আটকানোর চেষ্টা করে, তা হলে মামলা করে জেলে ভরে দিন। কেউ যদি মনে করেন পুরসভার জলের লাইন মাঝপথে কেটে কাউকে জল দেবে, তা হলে ভুল করবে। কেউ কিছু করলে এক ঘণ্টার মধ্যে আমার কাছে খবর চলে আসবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement