নজরে বিধানসভা ভোট
TMC

বুথস্তরে ৬০ জনের কমিটি তৈরির নির্দেশ

দল সূত্রের খবর, ওই কমিটির কাজ হবে সংশ্লিষ্ট এলাকার বুথগুলিতে ঘুরে দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে তুলে ধরা, জনসংযোগ বাড়ানো।

Advertisement

বাসুদেব ঘোষ 

বোলপুর শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ০০:০১
Share:

প্রতীকী ছবি।

প্রতিটি ব্লকের দলীয় সভাপতিদের ব্লকের প্রত্যেক বুথে ৬০ জন কর্মী নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ওই কমিটিতে বিভিন্ন সম্প্রদায়ের অন্তত কুড়ি জন মহিলাকে রাখতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে দলের কর্মীরা কী ভাবে কাজ করবেন, ভোট প্রচারে দলের কী কৌশল হবে, এ সব নিয়ে শুক্রবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বৈঠকেই ব্লক সভাপতিদের ওই নির্দেশ দেন অনুব্রত।

Advertisement

দল সূত্রের খবর, ওই কমিটির কাজ হবে সংশ্লিষ্ট এলাকার বুথগুলিতে ঘুরে দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে তুলে ধরা, জনসংযোগ বাড়ানো। একই সঙ্গে দলের যে সমস্ত কর্মী ভুলত্রুটি বা দুর্ব্যহার করেছেন বলে অভিযোগ, তাঁদের হয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং ভুলত্রুটি শুধরে নেওয়া। গত লোকসভা ভোটে জেলার দু’টি আসনে জিতলেও তৃণমূলের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। বোলপুর বিধানসভা এলাকা-সহ জেলার বেশ কিছু জায়গা এবং ইলামবাজার ব্লকের অধিকাংশ অঞ্চলে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি। যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল শাসকদলের। তৃণমূল সূত্রের খবর, যে সমস্ত এলাকায় ভোটের নিরিখে দলের ফল খারাপ হয়েছে, সেই এলাকাগুলি থেকে আগে নিবিড় প্রচার অভিযানে নামবেন নতুন গঠিত বুথ কমিটির সদস্যেরা। আগামী দিনে দলের কর্মীরা কিসের উপরে জোর দেবেন, তা-ও শুক্রবারের বৈঠকে ঠিক করে দেন জেলা সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক ব্লক সভাপতি বলেন, “জেলা সভাপতির নির্দেশ, দলে থেকে কোনও কর্মী দুর্নীতি করলে তাকে ছেড়ে কথা বলা হবে না। এ ছাড়াও যারা মানুষের সঙ্গে অন্যায়, অবিচার করেছে, অবিলম্বে মানুষের কাছে গিয়ে তাদের ভুল স্বীকার করতে হবে। খুব তাড়াতাড়ি আমরা বুথ কমিটি গঠন করে মানুষের কাছে উন্নয়নের দিকগুলি তুলে ধরব।“ তৃণমূলের জেলা সহ সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, “জেলা কমিটির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬০ জনের ওই কমিটির সদস্যেরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরবেন। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement