ফাইল চিত্র।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে পাঠানো জোট-বার্তার পরে এ বার অন্য বিরোধী দলগুলির ভূমিকার দিকে তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাদের মতে, জোটের লক্ষ্যে মমতা নতুন রাস্তা খুলে দিয়েছেন। এ বার অন্য বিরোধী দলগুলিরও ‘উপযুক্ত’ পদক্ষেপ করা উচিত। কংগ্রেসের অবশ্য বক্তব্য, এই মুহূর্তে দেশের বিরোধী জোটে তৃণমূলেরই কোনও ভূমিকা নেই।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মমতার পাঠানো জোট-বার্তা পেয়েও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেননি বলে খবর। পাশাপাশি তৃণমূলও গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, কংগ্রেসকে একটি ভোট মানে বিজেপিকে ভোট। তবুও মমতার জোট-উদ্যোগকে তাঁর দল রাজনৈতিক ভাবে সময়োপযোগী বলে মনে করছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মমতা বারবার বলেছেন, তৃণমূল কংগ্রেস বিরোধী জোটের নেতৃত্ব চায় না। কিন্তু বিজেপিকে হারাতে চায়। এই উদ্যোগে জোট সম্পর্কে তাঁর সদিচ্ছারই প্রমাণ দিয়েছেন। বাকিদেরও উপযুক্ত ভূমিকা নেওয়া উচিত।’’
মমতার পাঠানো জোট-বার্তায় সাড়া দেয়নি কংগ্রেস। শুধু তাই নয়, তৃণমূলকে পাল্টা আক্রমণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘‘দেশে বিরোধী জোট আছে, সেখানে উনি ( মমতা বন্দ্যোপাধ্যায়) নেই।’’
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা জবাব, ‘‘আমরা তো কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলিনি। তাদের শীতঘুম ভাঙাতে চেয়েছি।’’ বাংলার মতো যেখানে কংগ্রেস পারবে না, সেখানে তৃণমূলই বিজেপিকে হারানোর কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।