Congress

সংবিধান রক্ষায় তরজা রাজ্যের শাসক-বিরোধীর

রাজ্য বিধানসভায় সংবিধান রক্ষা নিয়ে দু’দিনের আলোচনা শুরুই হয়েছে অভিযোগ আর আশঙ্কার তরজায়। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার দায়ে তৃণমূলকে দুষেছেন বিরোধী দলনেতা শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:৩৬
Share:

‘সংবিধান দিবস’ পালন কংগ্রেসের। কলকাতায়। —নিজস্ব চিত্র।

সংবিধান দিবসের ৭৫তম বর্ষপূর্তির দিনে ‘সংবিধান ধ্বংসের ‘দৃষ্টান্ত’ নিয়েই পরস্পরকে কাঠগড়ায় তুলল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিধানসভায় গৃহীত প্রস্তাব সামনে রেখে রাজ্যে সংবিধান ‘হত্যা’র অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিভাজনের অভিযোগে কেন্দ্রের শাসক বিজেপির দিকে আঙুল তুললেন বর্ষীয়ান মন্ত্রী মানস ভুঁইয়া। ঘটনাচক্রে, দু’জনই দেশের স্বাধীনতা আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকায় থাকা মেদিনীপুরের মানুষ। অন্য দিকে, শহরে মিছিল করে এবং স্কুল-কলেজের সামনে সংবিধানের প্রতিলিপি বিতরণ করে দেশের সংবিধান রক্ষার শপথ নিল কংগ্রেস।

Advertisement

রাজ্য বিধানসভায় সংবিধান রক্ষা নিয়ে দু’দিনের আলোচনা শুরুই হয়েছে অভিযোগ আর আশঙ্কার তরজায়। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার দায়ে তৃণমূলকে দুষেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। রাজনীতি, প্রশাসন ও সামাজিক পরিসরে বিরোধী মত নস্যাতের অভিযোগ করে শুভেন্দু বলেছেন, ‘‘সরকার সর্বত্র বিরোধীদের বর্জন করে চলেছে। সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না, বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির অধিকার নেই। কর্মসূচিতে বাধা পেয়ে আমাকেই ৭৭ বার আদালতে যেতে হয়েছে!’’ প্রস্তাবে কেন্দ্রীয় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগের জবাবে তাঁর মন্তব্য, ‘‘দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পর্যালোচনার আগে ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’।’’

‘সংবিধান দিবস’ পালন কংগ্রেসের। কলকাতায়। —নিজস্ব চিত্র।

শুভেন্দুর জবাবে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মন্ত্রী মানস। তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘৭৫ বছর পরে সংবিধানে নির্দিষ্ট ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতকে গত কালও সতর্ক করে দিতে হয়েছে। সংবিধানের পবিত্রতা রক্ষার দায় এড়িয়ে বিরোধীরা রাজনৈতিক তরজা চাইছেন! ধর্ম, বর্ণের ভিত্তিতে দেশের সুমহান বৈচিত্রকে বিরুদ্ধতার চেহারা দেওয়া হচ্ছে কেন? তার জবাব কে দেবে?’’ এই প্রসঙ্গেই স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা থেকে উদ্ধৃতি দিয়ে তৃণমূল নেতার প্রশ্ন, ‘‘আমরা তো সেই হিন্দুত্বের উত্তরাধিকারী। কিন্তু আজ হিন্দুত্ব কেন বিভাজনের কথা বলছে?’’

Advertisement

হিন্দুত্ব নিয়ে মানসের ইঙ্গিতের পরেই বাধা দিয়ে নিজের আপত্তি জানান বিরোধী দলনেতা। শাসক ও বিরোধীদের মধ্যে কিছুক্ষণ বাদানুবাদ চলে। বক্তৃতায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এ দিনের প্রস্তাব সম্পর্কে শুভেন্দু বলেন, ‘‘এই প্রস্তাবটি রাজনৈতিক মনোভাব থেকে তৈরি। অথচ পরিষদীয় ব্যবস্থাকে গুরুত্বহীন করে গত সাড়ে তিন বছর ধরে তৃণমূল সরকার পিএসি, সিএজি রিপোর্ট প্রকাশ করেনি। এখানে সব কিছুতেই ‘আমরা- ওরা সংস্কৃতি।’

‘সংবিধান দিবস’ পালন কংগ্রেসের। কলকাতায়। —নিজস্ব চিত্র।

‘সংবিধান দিবস’ উপলক্ষে এ দিন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি থেকে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। সংবিধান হাতে নিয়ে সেই মিছিলে হেঁটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের বহু নেতা এবং কলকাতা ও সংলগ্ন সাংগঠনিক জেলার সভাপতিরা। শ্যামবাজারে মিছিল শেষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে। দলের মহিলা কর্মী-নেত্রীদের হাতে সংবিধানের প্রতিলিপি তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্করের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের দুই সরকারই লাগাতার সংবিধান লঙ্ঘন করে চলেছে। তার আগে ময়দানে সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রদেশ সভাপতি-সহ কংগ্রেস নেতৃত্ব। বৌবাজার এলাকায় পডুয়াদের মধ্যে সংবিধান বিতরণেও ছিলেন শুভঙ্কর। বিধান ভবনেও সংবিধান দিবস পালিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement