মেট্রোয় মাস্কহীন স্মৃতি ছবি: টুইটার
রাজ্যে সম্প্রতি কোভিড সংক্রমণের হার বেড়েছে। এখনও প্রতি দিন লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সেই আবহে কেন্দ্রীয় নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির মাস্কহীন হয়ে শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসকদল তৃণমূল। সোমবার বিকেল সাড়ে চারটের কিছু পরে শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন তিনি। সেখানে তিনি বেশ কিছুক্ষণ কাটান। স্টেশন চত্বর ঘুরে দেখার পাশাপাশি মেট্রোর একটি এসি রেকেও ওঠেন তিনি। মেট্রো চড়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার কর্মসূচি থাকলেও, অতিরিক্ত ভিড়ের কারণে নিজের সেই কর্মসূচি বাতিল করেন স্মৃতি। তৃণমূলের অভিযোগ, মেট্রো স্টেশন পরিদর্শনের সময় করোনাবিধি ভেঙেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু মন্ত্রী নন, তাঁর সঙ্গে থাকা রেলের আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে তৃণমূল।
এক জন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কী ভাবে কোভিডবিধি ভাঙলেন স্মৃতি, প্রশ্ন তুলেছেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়। তাঁর মতে, কেন্দ্র থেকে রাজ্য সরকার সকলেই কোভিডবিধি মেনে চলতে বলছে। সেই বিধির মধ্যে মাস্ক পরার কথাও রয়েছে। শ্রীরামপুরের বিধায়কের অভিযোগ, ‘‘করোনার গ্রাফ এ রাজ্যে আবার ঊর্ধ্বমুখী। সংক্রমণের এই গতিকে চতুর্থ ঢেউ বলা না গেলেও এর থেকে সবাইকে সচেতন থাকতে হবে। এমন পরিস্থিতিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের কর্মীরা কিভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন?’’তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী যদি করোনা সংক্রমণের পরিস্থিতিতে বিধি উল্লঙ্ঘন করেন এবং মুখে মাস্ক ছাড়া জনবহুল এলাকায় ঘুরে বেড়ান, তা কখনওই ঠিক কাজ হতে পারে না। ওঁর উচিত ছিল করোনাবিধি মেনে শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন করা। উনি যা করেছেন তা কোনও দায়িত্বশীল জনপ্রতিনিধির পরিচয় হতে পারে না।’’
সোমবার স্মৃতি যখন শিয়ালদহ মেট্রো স্টেশনে যান, তখন সেখানে বেশ ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই তাঁকে মাস্কহীন অবস্থায় দেখা যায়। শুধু তৃণমূল নয়, সিপিএমও এ নিয়ে প্রশ্ন তুলেছে। সিপিএম নেতা, সুজন চক্রবর্তী বলেন, ‘‘মেট্রোয় উঠতে গেলে সারা ক্ষণ ঘোষণা করা হচ্ছে, মাস্ক পরে উঠুন। বলা হচ্ছে, নো মাস্ক নো মেট্রো। সেই মেট্রোরই অনুষ্ঠানে এক জন কেন্দ্রীয় মন্ত্রী মাস্ক ছাড়া এলেন, ভিড়ের মধ্যে মেট্রোয় উঠলেন, এটা ঠিক হয়নি। মেট্রো কর্তৃপক্ষেরই তো উচিত ছিল, ওঁকে মাস্ক পরার কথা বলা। মাস্কহীন অবস্থায় অনুষ্ঠানে যেতে বারণ করা উচিত ছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আসলে রাজ্য সরকার আর কেন্দ্রের মোদী সরকারের লোকজন ভাবেন, আমরা সব নিয়মনীতির ঊর্ধ্বে। নিয়ম মানবে সব সাধারণ মানুষ।’’
তবে তৃণমূলের তোলা প্রশ্নের পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। ভারতীয় রেলযাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য তথা রাজ্যের বিজেপি নেতা রথীন বসু বলেন, ‘‘তৃণমূলের চিকিৎসক বিধায়ক তো কেন্দ্রীয় মন্ত্রীর অনেক সমালোচনা করলেন। একবার নিজের দলের মুখ্যমন্ত্রী তথা নেত্রীর আচরণ নিয়েও কিছু বলুন। করোনা বাড়ছে আমরা সকলেই জানি।রাজ্যের মুখ্যমন্ত্রী কি সব সময় মাস্ক পরছেন? এ প্রশ্ন তৃণমূল তুলছে না তো।’’