লোকসভা ভোটের আগে সদস্য বাড়াচ্ছে তৃণমূল

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, ‘‘এটা শাখা সংগঠনগুলি থেকে দলের মূলস্রোত যুক্ত করার প্রক্রিয়া। নিয়ম করে ছাত্র-যুব-মহিলা ও শ্রমিক সংগঠনের কর্মীদের এ ভাবে দলের সদস্য করা হয়।’’ প্রয়োজনীয় নির্দেশাবলী সহ সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট আবেদনপত্র বিলি করা হচ্ছে তৃণমূল ব্লক স্তরের নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। সামগ্রিকভাবে সারা রাজ্যে এই প্রক্রিয়া একই ভাবে শুরু হয়নি। প্রয়োজনমতো দফাওয়াড়ি এই কাজ সারতে চাইছেন দলীয় নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৫:০০
Share:

প্রতীকী ছবি।

লোকসভা ভোটের আগে নতুন করে সদস্য সংগ্রহ শুরু করল তৃণমূল। বুথ স্তর থেকে ভাল কর্মী বাছাই করেই প্রাথমিক সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিচয়পত্র-সহ সদস্যপদের জন্য এই আবেদন নথিভূক্ত করার কাজ চলছে। এই পর্বের দায়িত্ব নিয়েছে দলের যুব তৃণমূল।

Advertisement

সদস্য সংগ্রহের এই প্রক্রিয়ায় নতুন প্রজন্মের কর্মীদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। প্রাথমিক সদস্যপদের জন্য আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত টাকা জমা করতে হবে প্রত্যেক আবেদনকারীকে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, ‘‘এটা শাখা সংগঠনগুলি থেকে দলের মূলস্রোত যুক্ত করার প্রক্রিয়া। নিয়ম করে ছাত্র-যুব-মহিলা ও শ্রমিক সংগঠনের কর্মীদের এ ভাবে দলের সদস্য করা হয়।’’ প্রয়োজনীয় নির্দেশাবলী সহ সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট আবেদনপত্র বিলি করা হচ্ছে তৃণমূল ব্লক স্তরের নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। সামগ্রিকভাবে সারা রাজ্যে এই প্রক্রিয়া একই ভাবে শুরু হয়নি। প্রয়োজনমতো দফাওয়াড়ি এই কাজ সারতে চাইছেন দলীয় নেতৃত্ব। আগামী লোকসভা ভোটে এই নতুন সদস্যদের বেশি করে নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক কাজে যুক্ত করার কথা ভাবা হয়েছে। সদস্য সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দলের এক নেতার কথায়, ‘‘সাধারণ কর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সদস্য হওয়ার আগ্রহ প্রচুর। তবে সেই সংখ্যায় আবেদনপত্র দল এখনই দেয়নি। তাই সর্বত্রই আগ্রহীদের মধ্যে থেকে বাছাই করেই সদস্য করার কাজ চলছে।’’

নতুন সদস্যদের পাশাপাশি দীর্ঘদিন রাজনৈতিক ও সাংগঠনিক কাজ করেও আনুষ্ঠানিক সদস্যপদ পাননি, এমন কর্মীদের কাছ থেকে এই আবেদনপত্র চাওয়া হবে। তৃণমূলের সদস্য সংগ্রহের এই প্রক্রিয়া সারা বছরই চলে। তবে লোকসভা ভোটের আগে নিয়মিত নেতা-কর্মী বাছাইয়ের এই কাজে বিশেষ জোর দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওই আবেদনপত্রে ঘোষণা করতে হবে আবেদনকারী অন্য কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ছবি সহ ওই আবেদনপত্রে যিনি তাঁকে সদস্য করছেন, তাঁরও স্বাক্ষর থাকবে। ব্লক ও জেলা দল অনুমোদন করলেই সেই আবেদনকারী সদস্যপদ পাবেন।

Advertisement

আরও পড়ুন: মমতার সভামঞ্চেও আদিবাসী ছোঁয়া

বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement