Tigress

শিলিগুড়ির সাফারি পার্কে নতুন তিন অতিথি

সাফারি পার্কের অধির্কতা ধর্মদেও রাই জানিয়েছেন, শীলা এবং তার শাবকদের সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাঘিনী শীলা বুধবার সকালে জন্ম দিয়েছে তিনটি শাবকের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ১৫:৪২
Share:
Advertisement

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী শীলা বুধবার সকালে জন্ম দিল তিনটি শাবকের। ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে জন্ম হয় ওই তিন শাবকের। সাফারি পার্কের তরফে জানানো হয়েছে, শীলার ওই তিন শাবকের বাবা সাফারি পার্কের বাঘ বিভান। এর আগেও তিনটি শাবকের জন্ম দিয়েছিল শীলা। তবে তার মধ্যে একটি মারা যায়। এই তিনটি শাবক মিলিয়ে সাফারি পার্কে মোট বাঘের সংখ্যা হল সাত। শীলা, বিভান, তাদের আগের দুই শাবক রিকা, কিকা এবং এই তিন সদ্যোজাত শাবক। সাফারি পার্কের অধির্কতা ধর্মদেও রাই জানিয়েছেন, শীলা এবং তার শাবকদের সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিসি ক্যামেরায় নজরদারি চলছে। প্রয়োজনীয় ওষুধ এবং খাবার দেওয়া হচ্ছে। তিনটি শাবকই সুস্থ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement