প্রতীকী ছবি
রবিবার রাতেই দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সতর্কতা অনুসারে, রবিবার রাতেই ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত সাড়ে বারোটায় দেওয়া সতর্কতায় বলা হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে এই দুর্যোগ শুরু হতে পারে।
‘ইয়াস’ ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোম-মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টি ও সামান্য ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড় নিয়ে সতর্ক রয়েছে প্রশাসনও। প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে।