West Bengal Weather Update

জামাইষষ্ঠীতে জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস! চলতে পারে বেশ কয়েক দিন

বর্ষা এখনও দূরে। তবে মে মাসের শেষ সপ্তাহে গোটা রাজ্যই বৃষ্টিতে ভিজতে পারে বলে অনুমান আবহবিদদের। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকেই সতর্ক করা হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৩৪
Share:

বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে জেলায় জেলায়। —ফাইল চিত্র

জামাইষষ্ঠীর দুপুরের পচা গরম ঘেমেনেয়ে খেতে বসার কষ্ট কমতে পারে। বাংলার জামাইদের স্বস্তি দিতে রাজ্য জুড়ে নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অনুমান মিললে, বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে জেলায় জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলতে পারে তার সঙ্গে। যদিও গত কয়েক দিনের আবহাওয়া দফতরের বৃষ্টি সংক্রান্ত সতর্কবার্তা কিছু কিছু জেলায় মিললেও, অনেক জেলায় মেলেনি।

Advertisement

ঝড়বৃষ্টির পূর্বাভাস গত কয়েক সপ্তাহ ধরেই দিচ্ছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হবে বলে জানালেও শহরে বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। মঙ্গলবার আকাশ কালো করে ঝড় উঠলেও নামমাত্র বৃষ্টিতে কলকাতার দহন জ্বালা তেমন জুড়োয়নি। এর মধ্যেই বুধবার সকালে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আর এ বার শুধু দক্ষিণবঙ্গের একটি বা দু’টি জেলায় নয়, আবহবিদেরা জানিয়েছেন, বৃৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বুধবার থেকে শুরু হয়ে যা চলবে ২৯ মে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত। আর এর মধ্যেই বৃহস্পতিবার জামাইষষ্ঠীর অনুষ্ঠানের দিনটিও পড়ছে। বৃষ্টির পূর্বাভাস তাই যেমন অনেককে স্বস্তি দিতে পারে, তেমনই আশঙ্কার ভাঁজও ফেলতে পারে অনেকের কপালে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ২৩টি জেলায় এই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, বিহার এবং তদসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির জন্য। ওই ঘূর্ণাবর্তটিই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে ক্রমাগত। যার জেরে জৈষ্ঠ্যের মাঝামাঝি বর্ষার আমেজ তৈরি হতে পারে রাজ্য জুড়ে। এমনকি, এই ঘূর্ণাবর্তের জন্য বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন রাজ্য জুড়ে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলেও মনে করছে আবহাওয়া দফতর।

Advertisement

আপতত বুধবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহবিদেরা। বুধবার শহরে বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement