কলকাতার পাশাপাশি আরও বেশ কিছু জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল ছবি।
কলকাতায় আবার বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিকেল ৫টা ৫০ মিনিট থেকে শুরু হয়ে চলতে পারে ২ থেকে ৩ ঘণ্টা। কলকাতার পাশাপাশি আরও বেশ কিছু জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিট থেকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টি শুরু হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় তার গতি থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার।
হাওড়া এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার কিছু অংশে বিকেল সাড়ে ৫টা থেকে বৃষ্টি শুরু হয়ে ২ থেকে ৩ ঘণ্টা চলতে পারে। সঙ্গে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।