বিতর্কিত ৩ আইপিএস। —ফাইল চিত্র
বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়িয়ে-পড়া তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভওলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রক সূত্রে ওই খবর মিলেছে।
নড্ডার কনভয়ে হামলার পর নবান্নে চিঠি দিয়ে রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে নামে ওই তিন অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু নবান্ন তাঁদের ছাড়েনি। রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ওই অফিসারদের ছাড়া হবে না। সূত্রের খবর, তার পর ওই তিন অফিসারকে দ্রুত রিপোর্ট করতে বলে বৃহস্পতিবার আবার চিঠি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারকে লেখা ওই চিঠিতে তাঁদের অবিলম্বে দিল্লিতে রিপোর্ট করতে বলেছে। জানা যাচ্ছে, ওই তিন অফিসারকে ইতিমধ্যেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাঁদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন আইপিএসের মধ্যে সবচেয়ে বর্ষীয়ান রাজীবকে পাঁচ বছরের জন্য পাঠানো হয়েছে আইটিবিপি-তে (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)। প্রবীণকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে এসএসবি-তে (সশস্ত্র সীমা বল) এবং ভোলানাথকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে বিপিআরডি-তে (ব্যুরো অব পুলিশ রিসার্চ)। ওই তিনটি নিয়োগই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের আগের নির্দেশমতো তিন অফিসারকে দিল্লি না-পাঠানোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরিই তাঁদের বদলি করার সিদ্ধান্ত নিল। এখন দেখার, নবান্ন ওই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায় বা এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
রাজ্য সরকারের প্রবীণ আধিকারিকরা মনে করছেন, এ বিষয়ে রাজ্য প্রশাসনের কিছু করণীয় নেই। এমনিতে কোনও আমলা বা পুলিশ অফিসার যদি কেন্দ্রীয় সরকারি ডেপুটেশনে যেতে চান, তা হলে তাঁর ক্ষেত্রে রাজ্য সরকারকে একটি ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিতে হয়। তবে তা ততটা ‘আইন’ নয়, যতটা ‘রীতি’। যাতে সংশ্লিষ্ট অফিসারের সার্ভিস রেকর্ডে কোনও ‘দাগ’ না পড়ে।
ওই তিন অফিসারের ক্ষেত্রে রাজ্য সরকার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিতে অসম্মত হয়েছিল। কিন্তু তথ্যাভিজ্ঞরা তখনই জানিয়েছিলেন, কেন্দ্র চাইলে ওই সার্টিফিকেটের কোনও প্রয়োজন পড়ে না। রাজ্য সার্টিফিকেট দিক বা না দিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চাইলে যে কোনও অফিসারকে ফিরিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে সেটাই ঘটেছে। তবে তিন ‘বিতর্কিত’ অফিসারকে শুধু ডেকে নেওয়াই নয়, তাঁদের রাজ্যের বাইরে নতুন নিয়োগও করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, এমন ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি। তাঁধের আরও অভিমত, এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিল, তারা এসব বিষয়ে কোনও রকমের আপস করতে রাজি নয়। রাজ্য সরকারের আপত্তিরও কোনও তোয়াক্কা তারা করবে না!