—ফাইল চিত্র।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করে মারবে বলে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র সমর্থনে প্রচারে গিয়ে দিলীপবাবু বলেন, ‘‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচশো-ছ’শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’ এর পরেই তাঁর হুমকি, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।’’
এর আগেও এমন কথা দিলীপবাবু বলেছেন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তাঁর দাবি, ‘‘দেশে দু’ কোটি অনুপ্রবেশকারী মুসলমানের এক কোটি এই রাজ্যে।’’ প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দিলীপবাবু দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলছেন। ওঁর মস্তিষ্কের সুস্থতা নেই। চিকিৎসা দরকার। মানুষই ওঁকে জবাব দেবে।’’
আরও পড়ুন: দোষীদের রেয়াত করা হবে না: মৌসম