মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস অনেকটাই সতর্ক ভাবে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই, অনেক পরিণত ভঙ্গিমায়।
পাঁচ বছর আগের ঘটনারই যেন ছায়া পড়ল আবার। সেবার পার্ক স্ট্রিটে, এবার সল্টলেকে। দু’বারেই সদ্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যোজন মাইলের দূরত্ব দু’বারের আচরণে। সেবার ‘সাজানো ঘটনা’র তত্ত্ব, বিপুল আলোড়ন, সেই আলোড়ন চাপা দিতে একের পর এক ভুল, পুলিশ অফিসারদের ডেকে তিরস্কার, বদলি। নিতান্তই অকারণে বিস্তর আলোচনা ও বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথমবারের মুখ্যমন্ত্রী।
দ্বিতীয়বারের জন অনেক সংযত। এবার তিনি বা সরকারের কেউ প্রতিক্রিয়া জানাননি। পুলিশ নিজস্ব রীতিতে তদন্ত চালিয়েছে, অভিযুক্তরা গ্রেফতার, এবার আইন তার নিজস্ব পথ বেছে নেবে।
কাঙ্খিত এটাই। পার্ক স্ট্রিট যদি সল্টলেকের জন্য শিক্ষা রেখে যায়, মানুষ আশা করতেই পারেন, অন্যান্য ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিক্ষার সোপান হিসাবে দেখা দেবে গত পাঁচ বছর। ভুল থেকে শিক্ষা নেওয়ার শিক্ষাও শুরু হওয়া দরকার।
নতুন সকালে ভাল লক্ষণ দেখা যাচ্ছে। আগামী পাঁচ বছর এভাবেই চলুক, সংযত-পরিণত ভঙ্গিমায় চলুক, এটাই প্রত্যাশা। সেই ভঙ্গিমা কিন্তু বিরোধীর উপর শাসকের আক্রমণও বরদাস্ত করে না।