Spelling

বানান বিধিতে বদল হয়নি : পার্থ

বিধানসভায় সোমবার শিক্ষা বাজেট আলোচনার সময় দেখা যায় ডিসপ্লে বোর্ডে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের পদবির বানান ভুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০২:১৫
Share:

পার্থ চট্টোপাধ্যায়।

বানান ভুল সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় সোমবার শিক্ষা বাজেট আলোচনার সময় দেখা যায় ডিসপ্লে বোর্ডে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের পদবির বানান ভুল। সে নিয়ে কটাক্ষ করে তন্ময়বাবু বলেন, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বানান ভুলের জন্য নম্বর কাটা হবে না। মনে হয়, এমন কোনও নির্দেশ স্পিকার দেননি।’’ পরে শিক্ষা বাজেট সংক্রান্ত জবাবি ভাষণে পার্থবাবু বলেন, ‘‘আপনারা খবরের কাগজ দেখে উত্তেজিত হন। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আমার কথা হয়েছে। বানান ভুল নিয়ে তাদের নির্দেশিকায় কোনও পরিবর্তন হচ্ছে না। আমি তাদের বলেছি, এমন কিছু করবেন না, যাতে সমাজের মনে ধাক্কা লাগে।’’ মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য আগেই জানিয়েছে, তারা বানান ভুলে নম্বর কাটা হবে না, এমন কথা বলেনি। তারা বলেছে, বানানের হেরফেরে নম্বর কাটা হবে না। অর্থাৎ, যে সব শব্দের একাধিক ধরনের বানান প্রচলিত, সে সব ক্ষেত্রে বানানের হেরফেরে নম্বর কাটা হবে না। এই নির্দেশিকা আগে থেকেই চালু আছে বলেও জানিয়েছে পর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement