ফাইল চিত্র।
কোভিড নিয়ন্ত্রণে পুর প্রশাসক নিয়োগে গতি বাড়াল রাজ্য সরকার। গত ২৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর পুরপ্রশাসকের পদ থেকে সরানো হয়েছিল রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু ২ মে ভোটের ফল প্রকাশের পর ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নিয়েই তিনি কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে ফের ফিরিয়ে আনেন। পরে হাওড়ায় অরূপ রায়, বিধাননগরে কৃষ্ণা চক্রবর্তী, শিলিগুড়িতে গৌতম দেবকে দায়িত্ব দেন পুরপ্রশাসকের। কিন্তু বাকি পুরসভাগুলিতেও ধীর গতিতে চলছিল পুর প্রশাসক নিয়োগ প্রক্রিয়া। ভোটের আগে রাজ্যের প্রায় ১০৭টি পুরসভায় পুরপ্রশাসকরাই দায়িত্ব সামলাচ্ছিলেন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বেসামাল হয়ে পড়ে দেশ। বাংলাতেও তার প্রভাব পড়েছে বিস্তর। এই অবস্থায় দ্রুততার সঙ্গে রাজ্যের বাকি পুরসভাগুলিতে পুর প্রশাসক নিয়োগের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার মেখলিগ়ঞ্জ পুরসভায় পুর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। কান্দি পুরসভায় দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অপূর্ব সরকারকে। পুর ও নগোরন্নয়ণমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ভোটের আগে সব পুরসভাতেই পুর প্রশাসক ছিলেন। কিন্তু ভোটের জন্য সবাইকে সরতে হয়েছিল। করোনা সংক্রমণের পরিস্থিতির জন্য সব পুরসভাতেই পুর প্রশাসক নিয়োগের পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘সব পুরসভাতে কোভিড পরিষেবা দিতে লজেস্টিক সার্পোট দেওয়া হচ্ছে। যে সমস্ত পুরসভা এলাকায় নতুন অ্যাম্বুল্যান্স চাওয়া হচ্ছে, সেখানেও দ্রুততার সঙ্গে সেই পরিষেবা দেওয়া হচ্ছে।’’ এ ছাড়া যে সমস্ত পুরসভা এলাকায় বৈদ্যুতিক চুল্লিতে সমস্যা রয়েছে, সেখানেও তা ঠিক করার জন্য প্রয়োজনীয় অর্থ পুর দফতর পাঠাচ্ছে।