—প্রতিনিধিত্বমূলক ছবি।
এ বছর না হলেও আগামী বছরের গোড়াতেই বিশ্ববাংলা শিল্প সম্মেলনের (বিজিবিএস) প্রস্তুতি শুরুর ইঙ্গিত দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই বিজিবিএস করতে চাইছে নবান্ন। তাই আগামী সোমবার সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে বৈঠকে করতে পারে প্রশাসনের শীর্ষমহল।
গত বছরের ২১ এবং ২২ নভেম্বর বিজিবিএস-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। সে বার তিন বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ অম্বানি। এ বছর বিজিবিএস-না করারই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বদলে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজন করতে চলেছে নবান্ন। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না নবান্ন। সরকার বরাবরই দাবি করে, লগ্নির সেরা গন্তব্য এ রাজ্যই। আধিকারিক মহলের অনুমান, সেই কারণেই এত আগে থেকে প্রস্তুতি শুরুর বার্তা পাওয়া যাচ্ছে।
সরকারি সূত্র জানাচ্ছে, ক্ষেত্র ভাগ করে শিল্পপতি, সরকারের দফতরগুলির কর্তাদের নিয়ে অনেক আগেই একটি করে সেক্টর-কমিটি গঠিত হয়েছে। এমন ছ’সাতটি কমিটির নিয়মিত বৈঠকের উপর জোর দেবে নবান্ন। তাই প্রত্যেকের সঙ্গে কথা বলে সম্মেলনের লক্ষ্য স্থির করে দফতরভিত্তিক উপস্থাপনাগুলি তৈরি কাজ শুরু হতে পারে। সেই বার্তাই প্রত্যেক দফতরের কর্তাকে দিতে পারেন মুখ্যসচিব। বিশেষজ্ঞ মহলের অনেকে অবশ্য মনে করছেন, শিল্পের সহায়ক পরিস্থিতি এবং পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য কী ভাবে প্রস্তুত থাকছে, সেই বার্তা থাকতে পারে সরকারের তরফে। ইতিমধ্যে পাওয়া লগ্নির প্রস্তাবগুলির বাস্তব পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে, তা-ও খতিয়ে দেখতে পারে নবান্ন।