কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে অর্থ দফতর। ফাইল চিত্র।
চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটারদের উৎসবের বোনাস দিল রাজ্য সরকার। একটা সময় পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কম্পিউটার অপারেটারদের নিয়োগ করা হত বেসরকারি সংস্থা মারফত। কিন্তু বর্তমান সরকারের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক প্রায় সমস্ত কম্পিউটার সংক্রান্ত কাজে সঙ্গে যুক্তদের নিজেদের আওতায় নিয়ে এসেছে রাজ্য। এ বার সেই সমস্ত কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে অর্থ দফতর।
কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটার মিলিয়ে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত রয়েছেন ১২-১৩ হাজার কর্মী। সেচ-সহ আরও কয়েকটি দফতরে কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটাররা এখনও বেসরকারি সংস্থা মারফতই কাজ করেন সেখানে। তাই ওই কয়েকটি দফতর বাদ দিয়ে চুক্তিভিত্তিক সমস্ত কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের বোনাস দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের সাড়ে চার হাজার টাকা করে বোনাস বাবদ দেওয়া হয়েছে।
তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের যে ভাবে পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। কিন্তু আরও কয়েকটি দফতর রয়েছে, যেখানে কর্মরত কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের এখনও চুক্তিভিত্তিক ভাবে দফতরে নেওয়া হয়নি। এ বার তাদের দফতরের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’’