বালি ব্রিজ। —ফাইল চিত্র।
দু’টি সেতুর কাজের জন্য শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন মিলে প্রায় শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনে ব্যান্ডেল এবং শেওড়াফুলি শাখায় একাধিক ট্রেন বাতিল হয়েছে। যাত্রীদের অভিযোগ, ওই সব ট্রেন বাতিল করার পরেও সেতুর কাজের জন্য মেন শাখায় একাধিক লোকাল ট্রেন দেরিতে চলছে।
পাশাপাশি, শিয়ালদহ শাখায় রানাঘাট, নৈহাটি শাখা ছাড়াও আরও বেশ কিছু ট্রেনের ক্ষেত্রেও দেরির অভিযোগ উঠেছে।
দুই ডিভিশনের সেতুর মেরামতি সংক্রান্ত এই কাজ যেমন চলছে, তেমনই মালদহ ডিভিশনেও জরুরি মেরামতি চলছে। মূলত ২৬ জানুয়ারির ছুটিকে কাজে লাগিয়ে ওই সব কাজ করা হচ্ছে। তার জেরে দূরপাল্লার কয়েকটি ট্রেন বাতিলও হয়েছে। ওই সব ট্রেনের মধ্যে ত্রিপুরার আগরতলা এবং সাব্রুমগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও রয়েছে।
রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে ডানকুনি শাখার যে সাত জায়গায় মেরামতি চলছে, যুদ্ধকালীন তৎপরতায় তা শেষ করার চেষ্টা হচ্ছে। বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মধ্যে থাকা সিসিআর-১৫ সেতু ছাড়াও অন্য সেতুগুলিতেও জোরকদমে ওই কাজ চলছে। সিসি আর-১৫ সেতুতে পুরনো গার্ডার এবং রেললাইন তুলে ফেলে নতুন লাইন বসানোর কাজ শুরু হয়েছে। প্রায় হাজারখানেক কর্মী দিনরাত পর্যায়ক্রমে ওই কাজ করছেন। রেল কর্তাদের আশা, সোমবার সকালের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ হবে।