COVID 19

Coronavirus in West Bengal: সংক্রমণের হার বাড়ল রাজ্যে, মৃত্যু বেড়ে ফের দু’অঙ্কে, প্রথম বার ৫ লক্ষ টিকাকরণ

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০১ জন। বাড়ল সামান্য উত্তর ২৪ পরগনায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ২১:১৮
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ

শনিবারের তুলনায় রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক সংক্রমণের হার। সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও ফের বে়ড়ে দু’অঙ্কে পৌঁছল। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই প্রথম বার রাজ্যে দৈনিক টিকাকরণ পাঁচ লক্ষ পেরলো।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০১ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২৮ হাজার ৭২০ জন। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ বাড়ল সামান্য। রবিবার ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। জেলাভিত্তিক তালিকায় তার পরেই রয়েছে দার্জিলিং, কলকাতা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া।

Advertisement

বৃহস্পতিবারের পর শুক্র এবং শনিবার এক ধাক্কায় দৈনিক মৃত্যু এক অঙ্কে নেমেছিল রাজ্যে। রবিবার তা ফের দুই অঙ্কে পৌঁছল। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে কোভিডে। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ৯৭৪। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৯৯ হাজার ৫৯৭ জন। রবিবার রাজ্যে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশ। টেস্টের কত শতাংশ পজিটিভ, তা নির্ধারণ করা হয় এই সংক্রমণ হার দিয়ে। এই দিন কোভিড পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৬১৭ জনের।

এই প্রথমবার শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়াল। টিকা পেয়েছেন ৫ লক্ষ ৫ হাজার ৪৮০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দু’কোটি ৯৬ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement