CPM councilor joins TMC

একমাত্র বিরোধী সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে, উত্তর দমদম পুরসভায় রইল না বিরোধী দলের কোনও প্রতিনিধি

রবিবার দুপুরে উত্তর দমদম বিধানসভা এলাকার ডাক্তারবাগান এলাকার তৃণমূলের টাউন কার্যালয়ে সিপিএমের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারাণী মণ্ডল দলবদল করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৭:১৫
Share:
রবিবার উত্তর দমদমের ডাক্তারবাগানে টাউন তৃণমূলের কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিপিএম কাউন্সিলরের হাতে তুলে দিলেন তৃণমূলের পতাকা।

রবিবার উত্তর দমদমের ডাক্তারবাগানে টাউন তৃণমূলের কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিপিএম কাউন্সিলরের হাতে তুলে দিলেন তৃণমূলের পতাকা। নিজস্ব ছবি।

উত্তর দমদম পুরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। রবিবার দুপুরে উত্তর দমদম বিধানসভার ডাক্তারবাগান এলাকার তৃণমূলের কার্যালয়ে ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সন্ধ্যারাণী মণ্ডল দলবদল করলেন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের উপস্থিতিতে সিপিএম কাউন্সিলর তৃণমূলে নাম লেখান। জোড়াফুলের পতাকা তাঁর হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়।

Advertisement

দলবদলের কারণ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজেই অনুপ্রাণিত হয়ে শাসকদলে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন সন্ধ্যারাণী। তাঁর যোগদানের পর উত্তর দমদম পুরসভায় আর কোনও বিরোধী দলের কাউন্সিলর রইলেন না। ২০২২ সালের পুরসভা ভোটে জিতে কাউন্সিলর হয়েছিলেন সন্ধ্যারাণী। উত্তর দমদম সিপিএম নেতৃত্বের কাছে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement