Kolkata Metro

মেট্রোর এসি পরীক্ষার স্বয়ংক্রিয় ব্যবস্থার উদ্বোধন

নতুন ব্যবস্থায় বাতানুকূল যন্ত্রের বিভিন্ন অংশ পরিষ্কার করা ছাড়াও মাইক্রোপ্রসেসরের অধীনে ওই যন্ত্র কেমন কাজ করছে, তা-ও পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৪
Share:

—প্রতীকী চিত্র।

কলকাতা মেট্রোর এসি রেকগুলির বাতানুকূল ব্যবস্থার অঙ্গ হিসাবে থাকা বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা ছাড়াও তা পরিচ্ছন্ন রাখার একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করলেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার নোয়াপাড়া কারশেডে এই ব্যবস্থার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মেট্রো কর্তৃপক্ষ নিজেরাই এই ব্যবস্থাপনা গড়ে তুলেছেন বলে খবর।

Advertisement

নতুন ব্যবস্থায় বাতানুকূল যন্ত্রের বিভিন্ন অংশ পরিষ্কার করা ছাড়াও মাইক্রোপ্রসেসরের অধীনে ওই যন্ত্র কেমন কাজ করছে, তা-ও পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী একাধিক কামরার বাতানুকূল যন্ত্র কী ভাবে কাজ করবে, তা নিয়ন্ত্রণ করে মাইক্রোপ্রসেসর। এত দিন বিভিন্ন কামরার বাতানুকূল যন্ত্রের নানা অংশ খুলে পরিষ্কার করার পরে তা পুনরায় পরীক্ষা করতে নির্দিষ্ট রেকের সঙ্গে যুক্ত করার জন্য অপেক্ষা করতে হত। যন্ত্রগুলি নির্দিষ্ট রেকে বসানোর পরেই তা ওই রেকের মাইক্রোপ্রসেসরের সঙ্গে জুড়ে পরীক্ষা করে দেখা যেত, পুরো ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কি না। বিভিন্ন পরিস্থিতিতে মাইক্রোপ্রসেসরের নির্দেশ কতটা অনুসরণ করছে ওই সব যন্ত্র, তা বুঝতে বিস্তর সময় লেগে যেত।

সেই সমস্যা মেটাতেই কলকাতা মেট্রোর পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে এই ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, স্বয়ংক্রিয় এই ব্যবস্থাপনা গড়ে তোলার ফলে সময় সাশ্রয় ছাড়াও উন্নত মানের রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। বাইরের বাতাস টেনে নেওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা ছাড়াও আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে বাতানুকূল যন্ত্রের স্বয়ংক্রিয় প্রযুক্তির মধ্যে। কোনও বিশেষ পরিস্থিতিতে যন্ত্র নিজে সিদ্ধান্ত নিয়ে ঠিকমতো কাজ করছে কি না, তা বুঝতে পারা ছাড়াও কোথায় ত্রুটি, তা-ও ল্যাপটপ ব্যবহার করে জানা যাবে। সেই সঙ্গে নয়া ব্যবস্থায় বাতানুকূল যন্ত্রে বিদ্যুতের প্রবাহ পরিমাপ করা ছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যন্ত্র কেমন ব্যবহার করছে, তা-ও পরীক্ষা করা যাবে। বাইরে ধোঁয়া, অস্বাস্থ্যকর বাতাসের উপস্থিতির মধ্যে যন্ত্র এবং তার ফিল্টারের কার্যকারিতা যাচাই করার সুবিধাও রয়েছে এ ক্ষেত্রে।

Advertisement

উদ্বোধনের পরে এ দিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মেট্রো ভবন, কালীঘাট স্টেশন, নোয়াপাড়া কারশেড এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেন্ট্রাল পার্ক ডিপোর বিশ্বকর্মা পুজোয় যোগ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement