kolkata municipal corporation

Aadhar Card: আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা

এই প্রথম আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কলকাতা পুরসভার উদ্যোগে কোনও স্থায়ী কেন্দ্র তৈরি হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৯:৩৯
Share:

কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি আধার সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার অধীনে থাকা রক্সি সিনেমা হলে স্থায়ী আধার সেবাকেন্দ্রের উদ্বোধন হল। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর তিনি বলেন, ‘‘এবার থেকে এই সেবা কেন্দ্রে এসে আধার কার্ড সংক্রান্ত সমস্যা মেটাতে পারবেন সাধারণ মানুষ।’’

Advertisement

উল্লেখ্য, এই প্রথম আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কলকাতা পুরসভার উদ্যোগে কোনও স্থায়ী কেন্দ্র তৈরি হল। গত সপ্তাহেই ফিরহাদ জানিয়েছিলেন, আধার কার্ড তৈরি ও তাতে থাকা কোনওভুল সংশোধনের জন্য সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই নির্দিষ্ট একটি কেন্দ্র গড়ে দেওয়া হবে যেখানে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে। পাশাপাশি, রক্সি সিনেমা হলেই স্বাস্থ্যসাথীর কার্ড তৈরির জন্যও একটি নির্দিষ্ট কেন্দ্র করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement