মদন মিত্রর উদ্যোগে কামারহাটিতে এলাকার নাম বদল করে রাখা হবে নারায়ণ দেবনাথের নামে। ফাইল চিত্র
কামারহাটির ১৯ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ ঘোষ স্ট্রিটের একাংশের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। কামারহাটি এলাকা ‘জোড়া পায়খানা মোড়’ নামে পরিচিত। যা নিয়ে আপত্তি রয়েছে ওই এলাকার লোকজনের। বাম জমানা থেকেই এই এলাকার বাসিন্দারা ওই নাম বদলের দাবি জানিয়ে আসছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও সেই দাবি করলেও তাতে আমল দেয়নি প্রশাসন, এমনই অভিযোগ স্থানীয়দের। কিন্তু এ বার পুরভোটের সময় এই মোড়ের নাম বদলের দাবিতে নেটমাধ্যমে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই থেকেই বিষয়টি নজরে আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। স্থানীয় বিধায়কের উদ্যোগেই ওই মোড়ের নাম পরিবর্তন হতে চলেছে। নতুন নাম দেওয়া হবে ‘নারায়ণ দেবনাথ মোড়’। শুক্রবার ওই এলাকার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নামবদলের কথা জানিয়ে এসেছেন মদন।
মদন বলেছেন, ‘‘প্রিয়নাথ ঘোষ স্ট্রিটের যে জায়গাটি ‘জোড়া পায়খানা মোড়’ হিসেবে পরিচিত ছিল, তার নাম পরিবর্তন করে ‘নারায়ণ দেবনাথ মোড়’ করা হচ্ছে। নতুন নাম প্রচার করা হবে। ফলকও বসানো হবে। সংশ্লিষ্ট সব বিভাগকে তা জানিয়ে দেওয়া হবে।’’ প্রয়াত কার্টুন ও কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের নামে ওই মোড়ের নামকরণের পাশাপাশি নামবদলের বিষয়টিকে দ্রুত জনপ্রিয় করে তুলতে ওই এলাকার বাড়ি-ঘর, দেওয়াল ও পাঁচিলে আঁকা হবে তাঁর সৃষ্ট জনপ্রিয় কার্টুন চরিত্রগুলি। সূত্রের খবর, কামারহাটি পুরসভা নতুন করে গঠিত হয়ে কাজ শুরু করলেই বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টেদের নানান কীর্তিকলাপের ছবি আঁকার কাজ শুরু হয়ে যাবে।
ওই সরকারি নথি অনুযায়ী ওই জায়গার নাম প্রিয়নাথ ঘোষ স্ট্রিটের হলেও, ওই এলাকাটি ‘জোড়া পায়খানা মোড়’ বলেই পরিচিত। স্থানীয় বিধায়ক হস্তক্ষেপ করায় কামারহাটি পুরসভা, আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দেবে। ১৯ নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের এ বিষয়ে আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার বিদায়ী বোর্ডের চেয়ারম্যান গোপাল সাহা।