হলদিয়া বন্দর। —ফাইল চিত্র।
বন্দর পরিদর্শন করল নেপাল সরকারের প্রতিনিধিদল। শনিবার হলদিয়া বন্দরের একাধিক বার্থ ঘুরে দেখে প্রশাসনিক ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তারা। এর ফলে নেপাল সরকার হলদিয়া বন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানি করবে, আশাবাদী কর্তৃপক্ষ।
বন্দর সূত্রের খবর, শনিবার সকালে হলদিয়া বন্দরে আসেন নেপাল সরকারের ১৪ জন প্রতিনিধি। ওই দলে নেতৃত্ব দেন নেপাল সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী দামোদর ভাণ্ডারি। ছিলেন যুগ্ম সচিব পদ মর্যাদার একাধিক আধিকারিক। হলদিয়া বন্দরে তরফে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি ও বন্দরের জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) প্রবীন কুমার দাস। হলদিয়া বন্দরের মাধ্যমে ভোজ্য তেল, কয়লা এবং কন্টেনার বোঝাই পণ্য আমদানি করে নেপাল। গত তিন-চার বছরে বেশ কিছু পণ্য বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করছিল নেপাল। তবে তাতে পণ্য আমদানিতে খরচ বেশি হচ্ছিল নেপাল সরকারের। তাই হলদিয়া বন্দরের দিকে তারা নজর দিয়েছে।
গত আর্থিক বর্ষে নেপাল ৮ লক্ষ মেট্রিক টন পণ্য হলদিয়া বন্দরে মাধ্যমে আমদানি করে। তবে হলদিয়া বন্দরের লক্ষ্য আগামী দিনে তা আরও বৃদ্ধি করা। আর আগেও নেপাল সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী নিজে হলদিয়া বন্দর পরিদর্শন করেন। এখন ফের নেপালের আধিকারিকেরা পরিদর্শন করায় তাঁরা আরও বেশি পণ্য হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করবে বলে অনুমান।