BJP

Municipal Poll: কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতিতে গতি আনছে কংগ্রেস-বিজেপি

শাসকদল তৃণমূলের সঙ্গেই বিরোধী রাজনৈতিক দলগুলিও নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। তাতে পিছিয়ে নেই বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে লড়াই করা কংগ্রেসও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৮:৩৯
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল চিত্র

২৪ নভেম্বর আদালতেছাড়পত্র পেলেই ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট। শাসকদল তৃণমূলের সঙ্গেই বিরোধী রাজনৈতিক দলগুলিও নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। তাতে পিছিয়ে নেই বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে লড়াই করা কংগ্রেসও। বিজেপি নেতৃত্ব অবশ্য আগেই পুরভোটের দায়িত্ব বন্টনের কাজ শেষ করে ফেলেছেন। রবিবার কলকাতার পুরভোটে জন্য তৈরি বিজেপি-র কমিটির ইনচার্জ করা হলপ্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বর্তমানে রাজ্য বিজেপি-র সহসভাপতি।

Advertisement

শনিবার কলকাতা ও হাওড়ার পুরভোটে একক ভাবে পথ চলার কথা ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবারই এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়ার পুরভোটে প্রার্থীদের নাম শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। যদিও, শনিবারই ২৯ নম্বর ওয়ার্ডে প্রকাশ উপাধ্যায় ও ৪৫ নম্বর ওয়ার্ডে সন্তোষ পাঠকের নাম ঘোষণা করেছেন তিনি। জোড়া পুরভোট পরিচালনার জন্য পাঁচজনের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, মহিলা নেত্রী কৃষ্ণা দেবনাথ, প্রশান্ত দত্ত ও আশুতোষ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement