এই শুভেচ্ছাবার্তা ঘিরেই বিতর্ক।
প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুরসভার ফেসবুক পেজে দেওয়া শুভেচ্ছাবার্তায় ভারতের বিকৃত মানচিত্র ব্যবহারের জন্য বরাতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘ফেসবুক পেজে যে এটা হয়েছে তা জানতাম না। কানে আসার পরেই তা তুলে নিতে বলা হয়।’’ তিনি জানান, কাউন্সিলর সন্দীপন সাহা আইটির উপদেষ্টা হিসেবে পেজটি দেখতেন। এক সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। তাদের কালো তালিকাভুক্ত করতে বলা হয়েছে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, গত ডিসেম্বর মাসে পুরসভার দৈনন্দিন কাজকর্ম জনসমক্ষে প্রচারের উদ্দেশ্যে ফেসবুক পেজ চালু করে পুর প্রশাসন। প্রতি মাসে ৬৫ হাজার টাকার ভিত্তিতে একটি বেসরকারি সংস্থা তা চালানোর বরাত পায়। পুরসভা সূত্রে জানানো হয়েছে, সংস্থার পাওনা টাকা আটকে রাখা হবে।