প্রথমে এই বৈঠক হওয়ার কথা ছিল ১৭ মে। ঠিক ছিল মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর শেষ করে কলকাতায় ফিরে এই সভায় যোগ দেবেন। কিন্তু রবিবার ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে, সেই সফরসূচি বদল করা হয়েছে। ১০-১২ মে-র বদলে, এখন মুখ্যমন্ত্রী ওই দুই জেলার সফরে যাবেন ১৭-১৯ মে। রবিবার দুপুরেই জানা যায় যে, অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার দিনও পরিবর্তন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার্স (ডব্লিউবিসিএস)-দের সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ মে বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সেই সভা হবে কলকাতার টাউন হলে।সূত্রের খবর, ওইদিন সিভিল সার্ভিস আধিকারিকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করতে পারেন তিনি।শুধুমাত্র নিউটাউনে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিকদের জন্য আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ওই আবাসনের নাম রেখেছেন ‘ঐতিকা’। সেই আবাসন নিয়েও সম্মেলনে দু’চার কথা জানাতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রথমে এই বৈঠক হওয়ার কথা ছিল ১৭ মে। ঠিক ছিল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর শেষ করে কলকাতায় ফিরে ওই সভায় যোগ দেবেনমুখ্যমন্ত্রী। কিন্তু রবিবার ‘অশনি’র কারণে, সেই সফরসূচিতে বদল করা হয়েছে। ১০-১২ মে-র বদলে এখন মুখ্যমন্ত্রী ওই দুই জেলার সফরে যাবেন ১৭-১৯ মে। রবিবার দুপুরেই জানা যায় যে, অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার দিনও পরিবর্তন করা হচ্ছে।
প্রসঙ্গত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সেবার মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত সৌমেন বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবারের সভায় নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে ক্ষেত্রে কোনও নির্বাচন হবে কি না, সেই সংক্রান্ত বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।