Navodaya Vidyalaya Samiti

রাজ্যে দুই নবোদয় বিদ্যালয় গড়বে কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, গোটা দেশে ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি ও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্প্রসারণের জন্য মোট ৫৮৭২ কোটি টাকা খরচ হবে। ২৮টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরিতে খরচ হবে ২৩৬০ কোটি টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৭:০৪
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামে দু’টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা গোটা দেশে ২৮টি নতুন নবোদয় বিদ্যালয় ও ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির প্রকল্প মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের জন্য নতুন কোনও কেন্দ্রীয় বিদ্যালয় মঞ্জুর না হলেও দু’টি নবোদয় বিদ্যালয় মঞ্জুর হয়েছে। নতুন জাতীয় শিক্ষা নীতি চালুর পরে অবশ্য কেন্দ্রীয় ও নবোদয় বিদ্যালয়গুলির নতুন নামকরণ হয়েছে ‘পিএম শ্রী’ স্কুল।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, গোটা দেশে ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি ও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্প্রসারণের জন্য মোট ৫৮৭২ কোটি টাকা খরচ হবে। ২৮টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরিতে খরচ হবে ২৩৬০ কোটি টাকা। নতুন স্কুলগুলিতে প্রায় ৬,৭০০ শিক্ষক, অশিক্ষক কর্মচারী পদ তৈরি হবে। প্রায় ৯৮ হাজার ছাত্রছাত্রী এই স্কুলগুলিতে পড়ার সুযোগ পাবেন। মূলত গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভাল মানের আধুনিক শিক্ষার জন্য পুরোপুরি আবাসিক নবোদয় বিদ্যালয় তৈরি হয়। আর্থ-সামাজিক পরিস্থিতির বিচার না করে প্রতিভাবান ছেলেমেয়েদের পরীক্ষার মাধ্যমে এই স্কুলেভর্তি নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement