Murshidabad Unrest

মুর্শিদাবাদে শুক্রবারের জোড়া খুনের ঘটনায় গ্রেফতার দু’জন! ধরপাকড় অব্যাহত, জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম

মুর্শিদাবাদে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৫
Share:
2 people arrested in Murshidabad amid WAQF amendment Act protest

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদে গত শুক্রবার অশান্তির আবহে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ধৃতদের বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

জোড়া খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এ-ও জানিয়েছিলেন, দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। জাভেদের হুঁশিয়ারির এক দিন পরেই দু’জনের গ্রেফতারির কথা জানাল পুলিশ। সুপ্রতিম বলেন, ‘‘রাতভর অভিযান চালানো হয়। এক জনকে ধরা হয়েছে বীরভূম থেকে। অন্য জনকে মুর্শিদাবাদ থেকে।’’ পাশাপাশি, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও ধরপাকড় অব্যাহত বলে জানিয়েছেন সুপ্রতিম।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দু’জনের জড়িত থাকার খবর মিলেছিল জোড়া খুনের ঘটনায়। এর পরেই দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, এক জন বীরভূমের মুরারইয়ে রয়েছেন। সেইমতো সোমবার রাতে অভিযান চালানো হয় সেখানে। ধরা পড়েন এক অভিযুক্ত। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের হদিস মেলে। তাঁকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে। দু’জনে সম্পর্কে ভাই। মঙ্গলবারই দু’জনকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি রাজ্য পুলিশ সূত্রে খবর, গুজব ছড়ানো বন্ধ করতে সমাজমাধ্যমের ১০৯৩টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement