East Bengal

ইস্টবেঙ্গলে অশান্তি বাড়ছে, ক্লেটন বনাম কোচ চলছেই, বার পুজোর দিনেও ঝামেলা

ইস্টবেঙ্গলে আবার অশান্তি। ফুটবলার ক্লেটন সিলভার সঙ্গে কোচ অস্কার ব্রুজোর গন্ডগোল চলছেই। বার পুজোর দিনেও দেখা গেল সেই ঝামেলা। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ক্লেটন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৪:৩৬
Share:

(বাঁ দিকে) ক্লেটন সিলভা। অস্কার ব্রুজো (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইস্টবেঙ্গলে আবার অশান্তি। ফুটবলার ক্লেটন সিলভার সঙ্গে কোচ অস্কার ব্রুজ়‌োর গন্ডগোল চলছেই। বার পুজোর দিনেও দেখা গেল সেই ঝামেলা। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ক্লেটন। গত রবিবার অনুশীলনে ৩০ সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়েছিলেন তিনি। এ দিনও বেশি ক্ষণ মাঠে থাকলেন না।

Advertisement

এই মাসের শেষে সুপার কাপ। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। প্রতি বছর পয়লা বৈশাখের দিন লাল-হলুদে বার পুজো হয়। মঙ্গলবারও সেই রীতি মেনে পুজো হয়। তার পর মাঠে অনুশীলনও করে দল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ক্লেটন। সাইড লাইনে অনুশীলন করছিলেন তিনি। সেই সময় ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষালকে দেখা যায় ক্লেটনকে কিছু বলতে। এর পরে কোচ অস্কারও বিদেশি ফুটবলারকে কিছু বলেন। তার পরেই মাঠ ছাড়তে দেখা যায় ক্লেটনকে। তাঁর সঙ্গে কোচের কথা কাটাকাটি হয়। ক্লেটনকে শান্ত করার চেষ্টা করেন শৌভিক চক্রবর্তী।

কোচ এবং ফুটবলারের এমন ঝামেলাকে যদিও দলের ইতিবাচক দিক হিসাবে দেখছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “ইস্টবেঙ্গলে আগেও কোচ এবং ফুটবলারের মধ্যে ঝামেলা হয়েছে। তাতেও সাফল্য এসেছে। কোচের সঙ্গে ফুটবলারের এমন চ্যালেঞ্জ থাকবে। এটাই প্রথম পদক্ষেপ। ঝামেলা থাকবে, তার মানে এই নয় যে বিশৃঙ্খলার চূড়ান্ত হবে। তবে কোচের সঙ্গে যে ফুটবলারের এই চ্যালেঞ্জ রয়েছে সেটা আমাদের জন্য ভাল দিক।”

Advertisement

গত রবিবার নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। আনোয়ার আলির গোলে ম্যাচটি ১-০ জেতে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ক্লেটনকে নিজের পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য একটি জায়গায় খেলাচ্ছিলেন অস্কার। শুরু থেকেই ক্লেটনকে নির্দেশ দিচ্ছিলেন বিপক্ষকে চাপ দেওয়ার। ক্লেটন পাল্টা জানান, তিনি নিজের মতোই খেলবেন। এতেই অস্কার রেগে যান। তিনি ক্লেটনকে আবার বলেন নিজের জায়গায় খেলতে। কোচের কাছে এসে তাঁর সঙ্গে তর্ক করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লেটন। সাজঘরে গিয়ে পোশাক বদলে সোজা হোটেলে ফিরে যান। ক্লেটনের এমন আচরণে হতবাক সকলেই।

দীর্ঘ দিন ধরেই ক্লেটনের সঙ্গে অস্কারের ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে। ক্লেটনকে তাঁর পছন্দ নয়, এ কথা আগে বার বার বুঝিয়ে দিয়েছেন অস্কার। তবে হাতে বিকল্প না থাকায় ক্লেটনকে আইএসএলে খেলিয়েছেন। তবে কিছুতেই ক্লেটনকে পরের মরসুমে রাখতে রাজি নন। নতুন এই ঝামেলা ক্লেটনের বিদায়ের রাস্তাই প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement