—প্রতীকী ছবি।
মতুয়া মহাসঙ্ঘের মামলায় এ বার আয়কর দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, মহাসঙ্ঘের নামে যে প্যান কার্ড নথিবদ্ধ আছে তার সঙ্গে কোন মোবাইল নম্বরের সংযোগ আছে তা জানাতে হবে। সেই নম্বর কার নামে আছে তাও জানাতে হবে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, এই মামলায় মমতাবালা ঠাকুরের আয়কর সংক্রান্ত নথি চেয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নথি দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে আদালতের খবর।
এ দিন মমতাবালার আইনজীবী দাবি করেন, ২৩ মার্চ মহাসঙ্ঘের প্যান কার্ড হারিয়ে গিয়েছে। ২৪ মার্চ থানায় ডায়েরি করা হয়েছে। যদিও ওই আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, কী ভাবে প্যান কার্ড এবং মোবাইল নম্বরের সংযুক্তি হয়েছে সে ব্যাপারে পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে কোর্ট। পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে অন্য কোনও তদন্তকারী সংস্থাকেও দায়িত্ব দেওয়া হতে পারে। আদালতের খবর, মতুয়া মহাসঙ্ঘের নিয়ন্ত্রণ মমতাবালা ঠাকুর নাকি শান্তনু ঠাকুর, কার হাতে থাকবে তা নিয়ে পরিবারের অন্দরে বিবাদ আছে। সেই বিবাদ থেকেই তহবিল তছরুপের মতো অভিযোগও উঠেছিল। পুলিশ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করলেও সেই তদন্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু।