Public Accounts Committee

PAC: পিএসি-র চেয়ারম্যান পদ পেতে নাছোড় বিজেপি, জমাই দিল না অন্য কমিটির তালিকা

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অফিস বিজেপি পরিষদীয় দলকে ১০টি কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব আকারে বুধবারের মধ্যে জমা দিতে বলেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২১:৪২
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে নাছোড় বিজেপি নেতৃত্ব। শাসকদল তৃণমূল বিধানসভার মোট ৪১টি কমিটির মধ্যে ১০টি বিরোধী দল বিজেপি-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অফিস বিজেপি পরিষদীয় দলকে ১০টি কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব আকারে বুধবারের মধ্যে জমা দিতে বলেছিল। কিন্তু বুধবার বিধানসভার সচিবালয় বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেই নামের তালিকা জমা পড়েনি বলেই খবর। কেন সেই তালিকা জমা দেওয়া হয়নি, এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সঠিক সময়েই দেওয়া হবে। আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা।’’

Advertisement

বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, পিএসি নিয়ে শাসকপক্ষের সিদ্ধান্ত দেখেই পরবর্তী পদক্ষেপ করতে চাইছে তারা। বুধবারই পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসি সদস্য পদে মনোনয়ন জমা দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক এবং অধুনা তৃণমূল নেতা মুকুল রায়। বিধানসভায় চিঠি পাঠিয়ে মনোনয়ন দাখিল করেছেন তিনি।

বিজেপি পরিষদীয় দলের দাবি, তারা জানতে পেরেছে, আগামী সপ্তাহের প্রথম ২ দিনের মধ্যেই পিএসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্পিকারের ঘোষণার পরেই বাকি কমিটির চেয়ারম্যানদের নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি-র পরিষদীয় দলের এক সদস্যের কথায়, ‘‘আমরা জানি মুকুলবাবুকেই ওরা পিএসি-র চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত কার্যকর করলে আমরা আমাদের পরবর্তী রণনীতি প্রয়োগ করব। তাই স্পিকারের দফতর থেকে নাম চাওয়া হলেও, তা এখনও পাঠানো হয়নি। শুধুমাত্র বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে পিএসি-র চেয়ারম্যান করার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে স্পিকারকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement