CPI

CPI: কর্মসংস্থানের দাবি যুব সমাবেশে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ০৮:০৫
Share:

ঢাকুরিয়ায় এআইওয়াইএফ-এর সমাবেশ।

দেশের সর্বত্র বেকারদের কর্মসংস্থানের দাবিতে সরব হল সিপিআইয়ের যুব সংগঠন নিখিল ভারত যুব ফেডারেশন (এআইওয়াইএফ)। ওই যুব সংগঠনের রাজ্য পরিষদের সভা শুরু হয়েছে শনিবার। আজ, রবিবার তা শেষ হবে। সেই উপলক্ষে শনিবার ঢাকুরিয়ায় প্রকাশ্য সমাবেশে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন এআইওয়াইএফ নেতারা। তাঁদের অভিযোগ, এক দিকে কেন্দ্রীয় সরকার অম্বানি, আদানিদের মুনাফার স্বার্থে রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের পথে হাঁটছে। অন্য দিকে, বেকারদের কর্মসংস্থানের জন্য তাদের কোনও উদ্যোগ নেই। পাশাপাশি, রাজ্য সরকারও বেকারদের কর্মসংস্থানে উদ্যোগী নয়। এর প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দেন এআইওয়াইএফ নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement