Aliah Univarsity

Alia University Bill: আলিয়াতেও রাজ্যপালকে সরিয়ে আচার্য মুখ্যমন্ত্রী! বৃহস্পতিবার বিধানসভায় পেশ হবে বিল

বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হবে আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২২।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৪:৫৩
Share:

আগামী বৃহস্পতিবার বিধানসভায় আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পেশ করা হবে।

আগামী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২২। মঙ্গলবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির হয়েছে আগামী বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পেশ করা হবে। রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল পাশ হয়ে গিয়েছে। কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় যেহেতু সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক দফতরের অধীন, তাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে বিলটি পাশ হওয়া জরুরি। সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

Advertisement

তৃণমূল পরিষদীয় দলের এক সদস্যের কথায়, অন্য সব দফতরগুলি তাদের নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে পৃথক আচার্য বিল এনে মুখ্যমন্ত্রীকে সেই পদে বসানোর প্রক্রিয়ায় সম্পন্ন করেছে। তাই বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতর তাদের তরফে বিধানসভায় বিল পেশ করে সেই প্রক্রিয়ায় অংশ নেবে।আর এই বিলটি পাশ হয়ে গেলে শেষ হবে বিধানসভার বাদল অধিবেশন। এতদিন পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য বিল পাশ করা হলেও, আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন উঠেছিল, যে সরকার কি এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পৃথক পন্থা নেবে? কিন্তু, একই ভাবে সরকারপক্ষ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চলেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement