TET Scam

WBSSC Scam: নদিয়ায় নতুন ‘রঞ্জন’? শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের আর্জি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে

এ বার দুর্নীতির অভিযোগ নদিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে। অভিযুক্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন মামলাকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৩:৩৩
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

টাকা নিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগ এ বার নদিয়ায়। সেখানকার এক শিক্ষক টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অভিযোগ ওই শিক্ষক দাবি করতেন, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক এবং ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ রয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন মামলাকারী অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুপর্ণা দাস রায়। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ শুনানি হতে পারে বলে হাই কোর্ট সূত্রের খবর।

মামলাকারীর দাবি, নদিয়ার একটি প্রাথমিক স্কুলে চাকরি করতেন অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়। ২০১৪ সালে সুমন অনেককে বলেছেন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক দিব্যেন্দু বিশ্বাস এবং ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে।

Advertisement

মামলাকারী সুপর্ণার দাবি, তাঁর ছেলের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা নিয়েছিলেন সুমন। কিন্তু তিনি চাকরি দিতে পারেননি। মামলাকারীর আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী জানান, এক জন শিক্ষক হয়েও শিক্ষকের চাকরি বিক্রির চক্রে জড়িত ছিলেন সুমন। টাকা, গয়না নিয়ে অনেককে চাকরি দিয়েছেন। পাশাপাশি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণাও করেছেন।

প্রসঙ্গত, কয়েক মাস আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস অভিযোগ করেছিলেন, উত্তর ২৪ পরগনায় লক্ষ লক্ষ টাকায় প্রাথমিকে নিয়োগের চাকরি বিক্রি হচ্ছে। ওই দুর্নীতির চক্র ‘রঞ্জন’ নামে বাগদার এক বাসিন্দা চালান বলেও অভিযোগ করেন তিনি। প্রাক্তন সিবিআই কর্তা উপেন ভিডিয়োয় জানান, ‘গোপনীয়তার স্বার্থে’ আসল নাম উল্লেখ করেননি তিনি। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম চন্দন মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement