ফাইল চিত্র।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ যে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, তার মধ্যে ছিল মানিক ভট্টাচার্যের বাড়িও। সূত্রের দাবি, শুক্রবারের অভিযানে মানিকের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় সংস্থাটির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার ইডির অফিসে মানিককে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের দাবি।
টেট-‘দুর্নীতি’ মামলায় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অফিসে পৌঁছে গেলেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে মানিককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরার কথা বলা হয়েছিল। তবে তার অনেক আগেই সকাল পৌনে ১০টা নাগাদ ইডির অফিসে পৌঁছন মানিক।