TET

ভুল তথ্য দিয়েছেন? সংশোধনের সুযোগ পাবেন টেট উত্তীর্ণরা, জানাল পর্ষদ

পর্ষদ জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ভ্রম সংশোধন করতে পারবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ২৩:১১
Share:

টেট উত্তীর্ণদের জন্য ভুল সংশোধনের সুযোগ করে দিল পর্ষদ। ফাইল ছবি।

পর্ষদের কাছে দেওয়া তথ্যে ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ পাবেন প্রাথমিকে যোগ্যতা নির্ধারক টেট পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Advertisement

২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, সেই চাকরিপ্রার্থীদের নিয়োগ পর্ব শুরু হয়ে গিয়েছে। এই গোটা প্রক্রিয়া চলাকালীন পর্ষদকে দেওয়া তথ্যে যদি কোনও ভুলভ্রান্তি থেকে থাকে, তা হলে সংশোধন করে সঠিক তথ্য দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। পর্ষদ জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ভ্রম সংশোধন করতে পারবেন তাঁরা।

কী ভাবে করা যাবে ভ্রম সংশোধন?

Advertisement

পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাইমারিতে নিয়োগের যে অনলাইন পোর্টাল রয়েছে পর্ষদের, সেই পোর্টালে একটি ‘এডিট’ অপশন যোগ করা হবে। সেই ‘এডিট’ অপশনে ক্লিক করলেই নির্দিষ্ট তথ্য সংশোধন করে সঠিক তথ্য দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement