— প্রতিনিধিত্বমূলক চিত্র।
নতুন বছরের শুরুতেই চেনা ছন্দে ফিরল শীত! বুধবারের পর বৃহস্পতিবার আরও কমল কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়া আর দার্জিলিঙের তাপমাত্রায় আর বিশেষ ফারাক নেই! এমনকি কালিম্পঙের চেয়েও ঠান্ডা পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে!
তবে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা আরও এক ডিগ্রি কমেছে। বৃহস্পতির ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অর্থাৎ সব মিলিয়ে বছরের শুরুর দু’দিনেই ৪ ডিগ্রি নামল পারদ। কনকনে ঠান্ডা না হলেও শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত।
আলিপুর জানিয়েছে, পর পর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তবে ৪ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। তবে উত্তরবঙ্গের তিন জেলায় সপ্তাহান্তে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশায় ঢাকবে পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলা।
বৃহস্পতিবার সারা দিন পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশেই থাকবে।