—ফাইল চিত্র।
শনিবারের বারবেলায় তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। শনিবার গড়িয়ে রবিবারও তা নিয়ে চলছে টুইট যুদ্ধ। এক দিকে বিজেপি নেতা তথাগত রায়ের টুইট, তার উত্তরে বাবুলের একের পর এক জবাব। বিতর্কে বাবুল টেনে এনেছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও। তাঁর টুইট উদ্ধৃত করে বাবুল তথাগতকে লিখেছেন, ‘আপনার আর স্বপন দাশগুপ্তের সমালোচনার ফারাকটা বুঝুন।’
শনিবার টুইটারে বাবুলকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছিলেন তথাগত রায়। রবিবার সেই প্রশ্নের উত্তরে বাবুল টুইটে ট্যাগ করে লিখলেন, ‘কেন এই ভাষা ব্যবহার করলেন দাদু?’ ‘বিশ্বাসঘাতক’ শব্দেই বাবুলের আপত্তি, সেটাই মনে করিয়ে দিলেন তিনি। বাবুল স্পষ্ট লিখেছেন, ‘আমার মনে হয়, আপনি আমার বিরুদ্ধে যেতেই পারেন। আমাকে যত খুশি সমালোচনা করুন। কেন এই ভাষা ব্যবহার করলেন দাদু? খবরে থাকার জন্য?’ যদিও পরে এর উত্তর দিয়েছেন তথাগতও। তিনি লিখেছেন, ‘বাবুল, বাচ্চাদের মতো ব্যবহার করবেন না। আপনার নৈতিক চেতনার খারাপ অবস্থা। তবে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। মনে হচ্ছে এটা আপনার প্রয়োজন।’
বাবুলের দল বদলের পর শনিবারই স্বপন একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘বাবুল সুপ্রিয় বিজেপি-র সম্পদ’। পাশাপাশি গেরুয়া শিবিরের হয়ে এত দিন কাজ করার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন বাবুলকে। সেই টুইট ট্যাগ করে রবিবার সকালে স্বপন লিখলেন, ‘বাবুলকে নিয়ে বিজেপি-র সমর্থকদের রাগের কারণ আছে। প্রতিকূল পরিস্থিতি হজম করা ও ধৈর্য রাখা রাজনীতির একটি অঙ্গ। কিন্তু বাবুলের তাড়া আছে। শেষ পর্যন্ত এতে ওঁর ভাবমূর্তি খারাপ হতে পারে।’ সেই টুইট ট্যাগ করেও জবাব দিয়েছেন বাবুল। বাবুল লিখেছেন, ‘...আমার রাগেরও কারণ আছে দাদা...। কিন্তু সেই বাবুলের কী হবে, যে প্রকাশ্যে বিজেপি-তে বহিরাগতদের প্রবেশ নিয়ে সরব হয়েছিল। একবার সেই সমর্থকদের জিজ্ঞাসা করুন, যাঁরা বহিরাগতদের চাপে কোণঠাসা হয়ে গিয়েছেন।’