BJP

‘সক্রিয়’ তথাগত, নিশানায় দিলীপ

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পাওয়ার জন্যই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতর এই সক্রিয়তা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৫:১৬
Share:

তথাগত রায়। —ফাইল চিত্র

মেঘালয়ের পাট চুকিয়ে রবিবার কলকাতায় ফিরেই বিজেপিতে সক্রিয় হয়ে উঠলেন সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি রাজ্য বিজেপির হেস্টিংসের দফতরে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রের খবর, এ দিনের বৈঠকে তথাগত অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটে জিততে হলে যে সব বিষয়ে আন্দোলন করা জরুরি, তার সবটা হচ্ছে না। যেমন, বেকার সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিজেপি ক্ষমতায় গেলে কী ভাবে বেকার সমস্যার সমাধান করবে, তা-ও প্রচার করা হচ্ছে না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত কথাবার্তা নিয়েও কৈলাসের সঙ্গে তথাগতের আলোচনা হয়েছে বলে খবর। গরুর দুধে সোনা এবং গোমূত্র খেয়ে সুস্থ থাকার তত্ত্ব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ । কিছু দিন আগে দিলীপের নাম না-করে তথাগত প্রকাশ্যেই বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ওই সব অবৈজ্ঞানিক কথা পছন্দ করেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পাওয়ার জন্যই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতর এই সক্রিয়তা।

Advertisement

তথাগত অবশ্য এ দিন প্রকাশ্যে দাবি করেন, ‘‘আমি কৈলাস বিজয়বর্গীয়কে বলেছি, আমার কোনও পদের চাহিদা নেই। দল আমাকে যা দায়িত্ব দেবে, তা-ই পালন করব। আমি শুধু চাই, আগামী ভোটে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক।’’ কৈলাসের সঙ্গে বৈঠকে কি তিনি দল এবং দিলীপবাবুর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছেন? তথাগত বলেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইতিহাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে আলোচনা করেছি।’’ কিছু দিনের মধ্যেই দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন তথাগত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement