প্রতীকী ছবি
করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে সোয়াইন ফ্লু-র দাপট বাড়ছে কলকাতায়। এইচওয়ানএনওয়ানে (ওই রোগের ভাইরাস) আক্রান্ত ১২ জন মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মেটিয়াবুরুজের দু’টি পরিবারের ছ’জন ভর্তি হয়েছেন বেলভিউ হাসপাতালে। বুধবার একই পরিবারের দু’জন পুরুষ এবং এক মহিলা ভর্তি হন। পরের দিন একই পরিবারের বাবা, মা ও সন্তান জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক অমিতাভ নন্দীর কাছে আসেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দু’জনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থে এক জন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছেন তিন জন। আমরি সূত্রের খবর, তিন জনের মধ্যে এক জন নার্স। মণিপুরের ওই বাসিন্দা মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। সে-দিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়। ওড়িশার দু’বছরের একটি শিশুর চিকিৎসা চলছে গত ৫ মার্চ থেকে। আমরি-কর্তৃপক্ষ জানান, ওই তিন জন ছাড়াও গত এক সপ্তাহে বহির্বিভাগে আসা আরও ১০ জনের সোয়াইন ফ্লু পজ়িটিভ ধরা পড়েছে।