Swami Vivekananda

স্বামীজির সাম্যের পথই দেশের পথ হোক: কৌশিক

বৃহস্পতিবার পুরুলিয়া ১ ব্লকের ডুঁড়কু শ্রীঅরবিন্দ বিদ্যাপীঠের এক অনুষ্ঠানে তিনি একই সঙ্গে জানান, শিক্ষাক্ষেত্রে রাজ্য কিছুটা পিছিয়ে পড়লেও সেখানে মেধার অভাব নেই।

Advertisement

  শুভ্রপ্রকাশ মণ্ডল 

পুরুলিয়া শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ০৬:৪৯
Share:

পুরুলিয়ার স্কুলে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন কৌশিক বসুর। ছবি: সুজিত মাহাতো

দেশের বর্তমান পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের সাম্যবাদী দর্শনের পথই অনুসরণ করা উচিত বলে মনে করিয়ে দিলেন বিশ্বব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু। বৃহস্পতিবার পুরুলিয়া ১ ব্লকের ডুঁড়কু শ্রীঅরবিন্দ বিদ্যাপীঠের এক অনুষ্ঠানে তিনি একই সঙ্গে জানান, শিক্ষাক্ষেত্রে রাজ্য কিছুটা পিছিয়ে পড়লেও সেখানে মেধার অভাব নেই। তাই সব কথার শেষে আশার কথাই শুনিয়েছেন তিনি।

Advertisement

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বলেন, ‘‘আমার কাছে বিবেকানন্দ বিরাট অনুপ্রেরণা। তাঁর কথা সব সময় ছাত্রছাত্রীদের বলি। তিনি নিজের জন্য নয়, বৃহত্তর সমাজের সর্বস্তরের জন্য কাজ করতেন। মানুষ যদি এই নীতি নিয়ে চলতে পারে, তা হলে উন্নতি হবেই।’’

ভারতের প্রাক্তন মুখ্য জাতীয় আর্থিক উপদেষ্টা কৌশিকের মতে, ‘‘বর্তমান ভারতবর্ষে অনেক ঘাটতি, অনেক ফাঁক আছে। একটা দেশ মাঝেমধ্যে এগোয়, আবার পিছিয়ে পড়ে। এটাই প্রকৃতির ধর্ম। কিন্তু মনে রাখতে হবে ঘৃণা, বিভাজন, বিভেদের কোনও জায়গা বিবেকানন্দের মধ্যে ছিল না। তিনি সবাইকে নিয়ে চলার যে বার্তা দিয়েছেন, তা থেকে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আবার চেষ্টা করতে হবে। আশা ছাড়লে চলবে না।’’

Advertisement

বর্তমানে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ঘাটতি থাকলেও ছোটদের মধ্যে যে মেধার অভাব নেই, তা-ও জানান কৌশিক। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ তথা কলকাতা এক কালে দেশের শিক্ষার কেন্দ্র ছিল। এটা সত্যি, তার থেকে আমরা খানিকটা পিছিয়ে পড়েছি। এটা শুধরে নিতে হবে।’’

কৌশিক জানান, পুরুলিয়া জেলার পাড়া ব্লকের এক স্কুলের পড়ুয়াদের সঙ্গে বুধবার তাঁর সাক্ষাৎ হয়। তাঁর অভিজ্ঞতা, ‘‘এই এলাকার স্কুলে দেখলাম, সম্ভাবনার অভাব নেই। আমি দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ‘গেম থিয়োরি’ নিয়ে যা পড়াই, সেটাই পাড়ার একটা স্কুলে বলতে গিয়ে দেখলাম, বাচ্চারা বুঝছে। তা দেখে মনে হল, ওদের ভিতরে দক্ষতা, বুদ্ধিমত্তা যথেষ্ট। আশা আছে দেশের। আশা আছে সব মানুষের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement